অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের মেয়েদের ইতিহাস

প্রথম পাতা » খেলাধুলা » অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের মেয়েদের ইতিহাস
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের মেয়েদের ইতিহাস

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে প্রথমবার টেস্ট ম্যাচ জেতার স্বাদ পেল ভারতের মেয়েরা। মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হারমানপ্রীত কৌরের দল ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারীদের। আগের ১০ দেখায় ৪ টেস্টে হেরেছিল তারা, বাকি ৬ ম্যাচ হয়েছিল ড্র।

কয়েকদিন আগে রানের হিসাবে টেস্টের সবচেয়ে বড় জয়ের কীর্তি গড়ে ভারত। ইংল্যান্ডকে রেকর্ড ৩৪৭ রানের ব্যবধানে হারিয়েছিল ভারতীয় নারী দল। এবার আরেক ইতিহাস গড়া জয় এলো অস্ট্রেলিয়ার বিপক্ষে।

টেস্টে প্রথমবার ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছি ভারতের নারী দল। দু’দলের মধ্যে এর আগে পর্যন্ত পাঁচটি সিরিজ হয়েছিল। তিন বার জিতেছিল অস্ট্রেলিয়া। দু’বার সিরিজ় ড্র হয়েছিল। অবশেষে ষষ্ঠ বারে জয়ের মুখ দেখল ভারত।

ঘরের মাঠে এই ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ২১৯ রান গুটিয়ে তারা করে ৪০৬ রান। দ্বিতীয় ইনিংসেও তেমন ভালো করতে পারেনি অ্যালিসা হিলির দল। তাদেরকে ২৬১ রানে থামিয়ে ৭৫ রানের লক্ষ্যে দিনের দ্বিতীয় সেশনেই পৌঁছে যায় হারমানপ্রিত কৌরের দল।

টেস্টের তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৫ উইকেটে ২৩৩ রান। কিন্তু চতুর্থ দিন সকালে দাপট দেখান ভারতীয় বোলাররা। মাত্র ২৮ রানে পডে ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ২৬১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জয়ের জন্য ৭৫ রানের লক্ষ্য ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ছাড়িয়ে যায় ভারতীয় মেয়েরা।

দুই ইনিংসেই চমৎকার বোলিং করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন স্নেহ রানা। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া এই অফ স্পিনার দ্বিতীয়ভাগে ধরেন ৪ শিকার। অবদান কম নয় স্মৃতির। প্রথম ইনিংসে ৭৪ রান করা এই ব্যাটার রান তাড়ায় ৩৮ রান করে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন।

প্রথম ইনিংসে ফিফটি পান রিচা ঘোষ (৫৪), জেমিমাহ (৭৩) ও দিপ্তি শর্মা (৭৮)। শেফালি ভার্মা ৪০ ও পুজা ভস্ত্রাকার করেন ৪৭ রান। অস্ট্রেলিয়ার ব্যাটাররা নিজেদের মেলে ধরতে পারেননি এই ম্যাচ। দুই ইনিংসে কেবল দুটি ফিফটি পায় দলটি।

সফরকারীদের হয়ে দুই পঞ্চাশ ছোঁয়া ইনিংসই খেলেন তাহলিয়া ম্যাকগ্রা। প্রথম ইনিংসে ৫০ রান করা এই ব্যাটার দ্বিতীয়ভাগে করেন ৭৩ রান।

বাংলাদেশ সময়: ১৭:২৮:১৮   ১৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইন্টার মিলানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স
৭ গোলের থ্রিলার ম্যাচে আল হিলালের ইতিহাস, ম্যানসিটির বিদায়
পিএসজির বিপক্ষে বিধ্বস্ত মেসির মায়ামি, বিশ্বকাপ থেকে বিদায়
বাংলাদেশের কাছে ৭-০ গোলে হেরেছে বাহরাইন
এশিয়ান কাপ মিশনে আজ বাহরাইনের মুখোমুখি বাংলাদেশ
বেনফিকাকে উড়িয়ে চেলসি, স্বদেশি ক্লাবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পালমেইরাস
আড়াইশ’র আগেই অলআউট বাংলাদেশ
বিসিবির রজতজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন দুর্জয়
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পালমেইরাসের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নকআউটে মেসিদের কঠিন প্রতিপক্ষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ