৭ জানুয়ারি নির্বাচনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নির্বাচন: চিফ হুইপ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৭ জানুয়ারি নির্বাচনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নির্বাচন: চিফ হুইপ
সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩



৭ জানুয়ারি নির্বাচনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নির্বাচন: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী বলেছেন, আগামী ৭ তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা শুধু শিবচরে আমাকে আপনাদের প্রার্থী হিসেবে জয়যুক্ত করার নির্বাচন নয়। এ নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচন যুদ্ধাপরাধীদের বিপক্ষে নির্বাচন। এ নির্বাচন বঙ্গবন্ধুকে হত্যাকারীদের বিপক্ষে নির্বাচন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নির্বাচন।

সোমবার (২৫ ডিসেম্বর) মাদারীপুর-১ আসনের শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের ভেন্নাতলা স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, এ নির্বাচন যারা এদেশে সন্ত্রাস করেছে। বোমা মারছে, বাসে আগুন দিচ্ছে। রেলে আগুন দিচ্ছে সেই সব আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে এই নির্বাচন।

এ নির্বাচনে বিভিন্ন দেশ, যারা এ দেশের স্বাধীনতার সময় বিরোধিতা করেছে। বঙ্গবন্ধু হত্যার সময় সহযোগিতা করেছে। যারা এ দেশের উন্নয়ন এখনো মেনে নিতে পারে না। যারা এ দেশের খাদ্যে দুর্ভিক্ষ তৈরি করার চেষ্টা করে এ সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এই নির্বাচন।

চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী যখন পদ্মা সেতু করেন তখনও যেমন দেশি-বিদেশি ষড়যন্ত্র করে আমাদের স্বপ্নের সেতু, অর্থনৈতিক মুক্তির সেতু পদ্মা সেতু না করতে পারে সেই ষড়যন্ত্র যারা করেছিল, আজকেও তারা এই নির্বাচন যেন করতে না পারে, সঠিক সময়ে যেন নির্বাচন না হয় সেই একই ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই সকল ষড়যন্ত্রের মোকাবিলা করার নির্বাচনই আগামী ৭ জানুয়ারির নির্বাচন। এদিন চিফ হুইপ উপজেলার উত্তর বহেরাতলা ও দত্তপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ পথসভা ও জনসভায় অংশ নিয়ে ভোটারদের প্রতি ভোট প্রার্থনা করেন।

এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তারসহ স্থানীয় উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২২:৪৩   ২৯১ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদ, ফেনসিডিল জব্দ
২০৪০ সালের মধ্যে জাপানে জনশক্তির ঘাটতি পূরণে পদক্ষেপ নেবে বাংলাদেশ
চমক দিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা, বাদ মার্টিনেজ
ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক শক্তি ইসলামের ক্ষমতা প্রদর্শন করেছে: গালিবাফ
আগামী ৫ ডিসেম্বর ঢাকায় খেলতে আসছে ব্রাজিল-আর্জেন্টিনা দল
তারুণ্যনির্ভর বাংলাদেশ দেখতে চাই : জামায়াত আমির
আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
সেই আনসার সদস্যকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার
রাজনৈতিক দলের আদর্শে ‘নো হাংকি-পাংকি’ থাকতে পারে না : এ্যানি
জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য ছিল টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ