৭ জানুয়ারি নির্বাচনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নির্বাচন: চিফ হুইপ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৭ জানুয়ারি নির্বাচনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নির্বাচন: চিফ হুইপ
সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩



৭ জানুয়ারি নির্বাচনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নির্বাচন: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী বলেছেন, আগামী ৭ তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা শুধু শিবচরে আমাকে আপনাদের প্রার্থী হিসেবে জয়যুক্ত করার নির্বাচন নয়। এ নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচন যুদ্ধাপরাধীদের বিপক্ষে নির্বাচন। এ নির্বাচন বঙ্গবন্ধুকে হত্যাকারীদের বিপক্ষে নির্বাচন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নির্বাচন।

সোমবার (২৫ ডিসেম্বর) মাদারীপুর-১ আসনের শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের ভেন্নাতলা স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, এ নির্বাচন যারা এদেশে সন্ত্রাস করেছে। বোমা মারছে, বাসে আগুন দিচ্ছে। রেলে আগুন দিচ্ছে সেই সব আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে এই নির্বাচন।

এ নির্বাচনে বিভিন্ন দেশ, যারা এ দেশের স্বাধীনতার সময় বিরোধিতা করেছে। বঙ্গবন্ধু হত্যার সময় সহযোগিতা করেছে। যারা এ দেশের উন্নয়ন এখনো মেনে নিতে পারে না। যারা এ দেশের খাদ্যে দুর্ভিক্ষ তৈরি করার চেষ্টা করে এ সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এই নির্বাচন।

চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী যখন পদ্মা সেতু করেন তখনও যেমন দেশি-বিদেশি ষড়যন্ত্র করে আমাদের স্বপ্নের সেতু, অর্থনৈতিক মুক্তির সেতু পদ্মা সেতু না করতে পারে সেই ষড়যন্ত্র যারা করেছিল, আজকেও তারা এই নির্বাচন যেন করতে না পারে, সঠিক সময়ে যেন নির্বাচন না হয় সেই একই ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই সকল ষড়যন্ত্রের মোকাবিলা করার নির্বাচনই আগামী ৭ জানুয়ারির নির্বাচন। এদিন চিফ হুইপ উপজেলার উত্তর বহেরাতলা ও দত্তপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ পথসভা ও জনসভায় অংশ নিয়ে ভোটারদের প্রতি ভোট প্রার্থনা করেন।

এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তারসহ স্থানীয় উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২২:৪৩   ২৯৫ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ
দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল ও উপকরণ বিতরণ
স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত নিলে, দায় নেবে না বিএনপি: আমীর খসরু
‘নতুন কুঁড়ি’র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যান
ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ভাষণে জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা: সালাহউদ্দিন
রাস্তা ফাঁকা নয়, জনমনে কোনো শঙ্কাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই গণহত্যা মামলায় সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালে
ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায় প্রত্যাশা করছি: চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ