৭ জানুয়ারি নির্বাচনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নির্বাচন: চিফ হুইপ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৭ জানুয়ারি নির্বাচনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নির্বাচন: চিফ হুইপ
সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩



৭ জানুয়ারি নির্বাচনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নির্বাচন: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী বলেছেন, আগামী ৭ তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা শুধু শিবচরে আমাকে আপনাদের প্রার্থী হিসেবে জয়যুক্ত করার নির্বাচন নয়। এ নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচন যুদ্ধাপরাধীদের বিপক্ষে নির্বাচন। এ নির্বাচন বঙ্গবন্ধুকে হত্যাকারীদের বিপক্ষে নির্বাচন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নির্বাচন।

সোমবার (২৫ ডিসেম্বর) মাদারীপুর-১ আসনের শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের ভেন্নাতলা স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, এ নির্বাচন যারা এদেশে সন্ত্রাস করেছে। বোমা মারছে, বাসে আগুন দিচ্ছে। রেলে আগুন দিচ্ছে সেই সব আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে এই নির্বাচন।

এ নির্বাচনে বিভিন্ন দেশ, যারা এ দেশের স্বাধীনতার সময় বিরোধিতা করেছে। বঙ্গবন্ধু হত্যার সময় সহযোগিতা করেছে। যারা এ দেশের উন্নয়ন এখনো মেনে নিতে পারে না। যারা এ দেশের খাদ্যে দুর্ভিক্ষ তৈরি করার চেষ্টা করে এ সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এই নির্বাচন।

চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী যখন পদ্মা সেতু করেন তখনও যেমন দেশি-বিদেশি ষড়যন্ত্র করে আমাদের স্বপ্নের সেতু, অর্থনৈতিক মুক্তির সেতু পদ্মা সেতু না করতে পারে সেই ষড়যন্ত্র যারা করেছিল, আজকেও তারা এই নির্বাচন যেন করতে না পারে, সঠিক সময়ে যেন নির্বাচন না হয় সেই একই ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই সকল ষড়যন্ত্রের মোকাবিলা করার নির্বাচনই আগামী ৭ জানুয়ারির নির্বাচন। এদিন চিফ হুইপ উপজেলার উত্তর বহেরাতলা ও দত্তপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ পথসভা ও জনসভায় অংশ নিয়ে ভোটারদের প্রতি ভোট প্রার্থনা করেন।

এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তারসহ স্থানীয় উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২২:৪৩   ৩৩৯ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত
মাদারগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে অনুদান ও ঢেউটিন প্রদান
রূপগঞ্জের মানুষ আমরা অভাগা: দিপু ভূঁইয়া
দেশের প্রাণিকুলের বিদ্যমান রেড লিস্ট হালনাগাদকরণে বনবিভাগের সাথে আইইউসিএন, বাংলাদেশের চুক্তি স্বাক্ষর
জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন অনিবার্য কারণে স্থগিত
গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের সুযোগ এসেছে: জেলা প্রশাসক
পোস্টাল ব্যালটের ডিজাইনদের শাস্তির আওতায় আনার দাবি বিএনপির
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ
বিএনপি ২৪০ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে: ফজলুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ