বগুড়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবি পরিশোধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবি পরিশোধ
শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩



বগুড়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবি পরিশোধ

বগুড়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বগুড়া মম ইন ইকো পার্কে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজীম উদ্দিন।

বগুড়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবি পরিশোধ কোম্পানির বগুড়া এরিয়ার প্রধান ও ভিপি মিজানুর রহমান সিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণী ও উন্নয়ন সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কাজী আব্দুল মতিন, রংপুর ও দিনাজপুর এরিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলাম, রাজশাহী এরিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খুরশিদ আলম, তাকাফুল, ঢাকার ভিপি জি এম হেলাল, জনবীমার বগুড়া ও রাজশাহী অঞ্চলের এভিপি আবদুল্লাহ্ আল সাকিল।

অনুষ্ঠানে গ্রাহকদের ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করা হয়। একই সঙ্গে শ্রেষ্ঠ কর্মকর্তা ও কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এর আগে প্রধান অতিথি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স লিমিটেড কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজীম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স লিমিটেড কোম্পানি ২০২৩ সালে ৪ লক্ষ গ্রাহককে ১২ শত কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। মেয়াদ পূর্ণ হলে আমরা গ্রাহকের হাতে বীমা দাবির টাকা পরিশোধ করি বলেই মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স। গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত এবং কর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার মধ্য দিয়েই আমরা সফলতা লাভ করেছি।

অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের বৃহত্তর বগুড়া, বৃহত্তর রাজশাহী, বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৫৭   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে কানামাছি খেলছে : রিজভী
পুরান ঢাকা ও ফতুল্লায় রাজউকের অভিযান, জেল-জরিমানা
চালু হলো আগুনে পুড়ে যাওয়া নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস
দ্রুত সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় ১২ দলীয় জোট
বিএনপি আমলে সাংবাদিকের ওপর নির্যাতন কম হতো : মির্জা ফখরুল
গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ অনেক কমে গেছে : নাহিদ ইসলাম
সুবিধা নেওয়া উৎসুকরাই গণমাধ্যম সংস্কারের বিরোধিতা করছেন
মেসি-সুয়ারেজের নৈপুণ্যে বড় জয় পেল মায়ামি
উড়ছেন রাফিনিয়া, শিরোপার পথে আরও একধাপ এগিয়ে বার্সা
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ