বগুড়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবি পরিশোধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবি পরিশোধ
শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩



বগুড়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবি পরিশোধ

বগুড়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বগুড়া মম ইন ইকো পার্কে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজীম উদ্দিন।

বগুড়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবি পরিশোধ কোম্পানির বগুড়া এরিয়ার প্রধান ও ভিপি মিজানুর রহমান সিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণী ও উন্নয়ন সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কাজী আব্দুল মতিন, রংপুর ও দিনাজপুর এরিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলাম, রাজশাহী এরিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খুরশিদ আলম, তাকাফুল, ঢাকার ভিপি জি এম হেলাল, জনবীমার বগুড়া ও রাজশাহী অঞ্চলের এভিপি আবদুল্লাহ্ আল সাকিল।

অনুষ্ঠানে গ্রাহকদের ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করা হয়। একই সঙ্গে শ্রেষ্ঠ কর্মকর্তা ও কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এর আগে প্রধান অতিথি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স লিমিটেড কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজীম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স লিমিটেড কোম্পানি ২০২৩ সালে ৪ লক্ষ গ্রাহককে ১২ শত কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। মেয়াদ পূর্ণ হলে আমরা গ্রাহকের হাতে বীমা দাবির টাকা পরিশোধ করি বলেই মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স। গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত এবং কর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার মধ্য দিয়েই আমরা সফলতা লাভ করেছি।

অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের বৃহত্তর বগুড়া, বৃহত্তর রাজশাহী, বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৫৭   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল
জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, রাজনৈতিক গন্তব্য
আল হিলালকে বিদায় করে সেমিতে ব্রাজিলের ফ্লুমিনেন্স
অন্যায়ের বিরুদ্ধে মরণপণ সংগ্রামের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার বার্তা দেয় পবিত্র ‘আশুরা’: মির্জা ফখরুল
পিএসজিকে শক্ত প্রতিপক্ষ মানলেও নিজেদের সামর্থ্যে আস্থা বায়ার্নের
এবার যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না : জামায়াত আমির
ব্যাংকে জমা রাখা জনগণের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : অর্থ উপদেষ্টা
যে যাই বলুক সরকার ঘোষিত সময়েই নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা মারা গেছেন
‘থ্রি জিরো’ বাস্তবায়নে মুসলিম নেতাদের সোচ্চার ভূমিকা রাখার আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ