বছরের প্রথম দিন জানা গেল রাকুলের বিয়ের খবর

প্রথম পাতা » ছবি গ্যালারী » বছরের প্রথম দিন জানা গেল রাকুলের বিয়ের খবর
সোমবার, ১ জানুয়ারী ২০২৪



বছরের প্রথম দিন জানা গেল রাকুলের বিয়ের খবর

শিগগিরই বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং ও প্রযোজক জ্যাকি ভাগনানি। তাদের প্রেমের কথাও কারও অজানা নয়। রীতিমতো ঘোষণা দিয়েই প্রেম করছেন এ জুটি। এদিকে নতুন বছরে তাদের প্রেমের সম্পর্ক পরিণয়ে রূপ পাচ্ছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, আগামী ২২ ফেব্রুয়ারি ভারতের গোয়া শহরে বিয়ে করতে চলেছেন এ জুটি।

ওই প্রতিবেদন থেকে আরও জানা গেছে, রাকুল ও জ্যাকির বিয়েতে দুই পরিবারের সদস্যদের বাইরে অল্পসংখ্যক অতিথি উপস্থিত থাকবেন। এই মুহূর্তে রাকুল ও জ্যাকি থাইল্যান্ডে রয়েছেন। বিয়ের অনুষ্ঠানের আগে নতুন বছরের ছুটিটা ফুরফুরে মেজাজে কাটাতে চান তারা।

এর আগে ২০২১ সালের অক্টোবরে রাকুল প্রীতের জন্মদিনে এক ইনস্টাগ্রাম পোস্টে প্রেমের বিষয়টি জানান জ্যাকি ভাগনানি। এরপর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়মিত দেখা গেছে দুজনকে।

সম্প্রতি রাকুল জ্যাকির জন্য একটি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, এই জন্মদিনে এবং প্রতিদিন আমি কামনা করি যেন তুমি যা চাও তাই পাও জীবনে।’

কমল হাসানের সাথে ইন্ডিয়ান ২-এ দেখা যাবে রাকুলকে। এ সিনেমায় আরও অভিনয় করেছেন ববি সিমহা, প্রিয়া ভবানী শঙ্কর প্রমুখ। এটি ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন্ডিয়ান’ সিনেমার সিকুয়েল। এতে কমল হাসান একজন বয়স্ক মুক্তিযোদ্ধার ভূমিকায় অভিনয় করেছিলেন। যিনি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন।

অন্যদিকে জ্যাকি তার পরবর্তী প্রযোজনা ‘বাড়ে মিয়া ছোটে মিয়াঁ’র মুক্তির অপেক্ষায় রয়েছেন। জাফর পরিচালিত চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়, টাইগার, সোনাক্ষী সিনহা এবং পৃথ্বীরাজ সুকুমারন। এটি আসন্ন ঈদে মুক্তি দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৪:১৩   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইসলামপুরে সৌদি সরকারের দুম্বার মাংস ৭১টি এতিমখানায় বিতরণ
আই ডোন্ট কেয়ার, আমি জানি কে আমি, বিএনপিও জানে কে আমি: আরুনী
নারায়ণগঞ্জে ৩৯ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ
সরকার কিছু তরুণকে নানা সুযোগ-সুবিধা দিয়ে বিপথগামী করেছে : সুব্রত চৌধুরী
জান্নাতের টিকেট বিক্রি কইরেন না: মাসুদুজ্জামান
তরুণ ও নারীদেরকে অধিকমাত্রায় সমবায়ে সম্পৃক্ত করতে হবে : দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা
সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার বদ্ধপরিকর : ইসি আনোয়ার
সমবায় সাম্য ও সমতার ভিত্তিতে দেশ গঠনের গুরুত্বপূর্ণ হাতিয়ার: ডিসি
রূপগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
আমরা মওদুদী ইসলাম নয়, মদিনার ইসলামের অনুসারী : সালাহউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ