বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

আওয়ামী লীগ মানুষের ভাগ্য গড়ার রাজনীতি করে : শিল্পমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ মানুষের ভাগ্য গড়ার রাজনীতি করে : শিল্পমন্ত্রী
বুধবার, ৩ জানুয়ারী ২০২৪



আওয়ামী লীগ মানুষের ভাগ্য গড়ার রাজনীতি করে : শিল্পমন্ত্রী

নরসিংদী-৪ আসনের নৌকার প্রার্থী ও শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে নিজের ভাগ্য গড়ার জন্য নয়, বরং অনেক মানুষের ভাগ্য গড়তে। জন্মলগ্ন থেকে সেই আদর্শ নিয়েই আওয়ামী লীগ রাজনীতি করে যাচ্ছে। দেশের মানুষের কাছে নৌকা ছাড়া বিকল্প নাই।

আজ বুধবার বিকেলে মনোহরদী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মনোহরদী বাসস্ট্যান্ডে নির্বাচনী মিছিল পূর্ববর্তী জনসভায় মন্ত্রী এসব কথা বলেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। এই উন্নয়নের কারণে মনোহরদী-বেলাবতে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। নৌকার বিজয় হবেই হবে।

মন্ত্রী আরো বলেন, ‘আপনাদের সঙ্গে দীর্ঘ ৪০ বছর কাটিয়েছি। মাঠে ঘাটে আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা মান-অভিমান ভুলে নৌকার পক্ষে কাজ করুন। নৌকাকে বিজয়ী করুন।

মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়ের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান সমশের জামান ভূঞা লিটন, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৩২   ৬৯ বার পঠিত