আমি সংসদ সদস্য হয়ে আপনাদের আমানত রক্ষা করার চেষ্টা করছি : নৌ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমি সংসদ সদস্য হয়ে আপনাদের আমানত রক্ষা করার চেষ্টা করছি : নৌ প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪



আমি সংসদ সদস্য হয়ে আপনাদের আমানত রক্ষা করার চেষ্টা করছি : নৌ প্রতিমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে। ১৫ বছর ধরে আমি আপনাদের আমানত নিয়ে চিন্তিত আছি সেই আমানত যেন কখনই খোয়া না যায়। ২০০৮ সালে আপনাদের পবিত্র আমানত ভালোবাসা ও স্নেহ দিয়ে আমাকে বেঁধে রেখেছেন এবং বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি সংসদ সদস্য হয়ে আপনাদের সেই আমানত রক্ষা করার চেষ্টা করছি।
তারই ধারাবাহিকতায় আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আপনাদের সরব উপস্থিতি আমাকে আবারো বিজয়ী করবে ইনশাল্লাহ।

বৃহস্পতিবার শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম বড়মাঠে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নৌর্কা মার্কার প্রার্থী নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নির্বাচনী সভায় এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী তিনি আরোও বলেন, আমরা খেলার জন্য উপস্থিত ছিলাম কিন্তুু বিএনপি মাঠ ছেড়ে পালিয়েছে। এখন জাতীয় ভাবে অপরাজিত চ্যাম্পিয়ন শেখ হাসিনা।
দেশে শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বি কেউ নাই, তিনি অপ্রতিদ্বন্দ্বি। শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বি হল আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ।

তিনি আরোও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে কেউ যেন খেলতে না আসে। খেলা হবে, আন্তর্জাতিক খেলায় জিতবে বাংলাদেশ আর বাংলাদেশের লিওনেল মেসি হলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।
তিনি বাংলাদেশের নেত্রী থেকে বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন। তার সাহসিকতা ও বলিষ্ট নেতৃত্বের কারনে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। শেখ হাসিনা বোচাগঞ্জের মানুষকে সন্মানিত করেছেন। একই প্রধানমন্ত্রীর মন্ত্রীসভায় পিতা এবং পুত্র মন্ত্রী হিসেবে বাংলাদেশের ইতিহাসে আর কেউ নেই। যা তিনি আমার মরহুম পিতা সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রৌফ চৌধুরী ও বর্তমানে আমাকে দিয়েছেন।

বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. আফছার আলীর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সেতাবগঞ্জ পৌরসভা মেয়র মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সবুর, মো. জাফরুল্লাহ, নঈমউদ্দীন শাহ, যুগ্ন সম্পাদক আবু তাহের মো. মামুন, অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, মো. শামীম আযাদ, সাংগঠনিক সম্পাদক মো. জুলফিকার আলী , উপজেলা কৃষক লীগের সভাপতি মো. মাইনউদ্দীন আহম্মেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী তুহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোওয়ার হোসেন বিপুল প্রমুখ। উক্ত নির্বাচনী সভায় বিভিন্ন ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৫৬   ১৫৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
হজ পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়
ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
আ.লীগের নিবন্ধন বাতিল ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করুন: নাহিদ
নাটোরে ১৮ বছরে না হওয়া কাজ ৬ মাসের মধ্যে করব : দুলু
নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইলেন তারেক রহমান
মৎস্য ও প্রাণিসম্পদ মানুষের টিকে থাকার জন্য জরুরি: ফরিদা আখতার
বাংলাদেশ সীমান্তের কাছে নিরাপত্তা বাড়াল ভারত
আ.লীগের সহায়তায় ভারতীয় মিডিয়া ভয়ংকর অপতথ্য ছড়াচ্ছে : শফিকুল আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ