আপনাদের দায়িত্ব এখন এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা - ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আপনাদের দায়িত্ব এখন এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা - ডেপুটি স্পীকার
রবিবার, ৭ জানুয়ারী ২০২৪



আপনাদের দায়িত্ব এখন এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা - ডেপুটি স্পীকার

পাবনা, ০৭ জানুয়ারি ২০২৪ : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, দ্বাদশ জাতীয় সংসদে বেসরকারী ফলাফলে নৌকা প্রতীকে জয়লাভের পর দলের নেতা কর্মী ও সর্মকদের দায়িত্ব এখন এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা। আমরা সবাই বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী।

আজ (রবিবার) রাতে নিজ বাসভবন বৃশালিকায় দ্বাদশ জাতীয় সংসদে কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহের পর নেতাকর্মীদের উদ্দেশ‌্যে এক বার্তায় এসব কথা বলেন। উল্লেখ‌্য বেসরকারী ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ শামসুল হক টুকু নৌকা প্রতীকে ৯৪৩১৪ ভোট পেয়ে জয়লাভ করেন।

ডেপুটি স্পীকার বলেন, আপনারা আওয়ামী লীগের নেতা-কর্মী, আপনারা বিজয় যেমন ছিনিয়ে এনেছেন। সবার ভোটই আমি পেয়েছি এবং সবার ভোটেই আমি চতুর্থবারের মত সংসদ সদস‌্য নির্বাচিত হয়েছি। এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় ৬৮ পাবনা-১ এলাকার সকল স্তরের জনগণের। সবাইকে নিয়ে এ বিজয় উদযাপন করতে করতে হবে। জয় আপনাদেরই হয়েছে এবং এই এলাকা আপনাদেরকেই পরিচালিত করতে হবে।

মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, আমি জানি দলের ভেতরে থেকে কিছু লোক বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতা করায় আপনাদের শরীর মন বিষিয়ে উঠেছে ও আপনাদেরকে উত্তেজিত করেছে যাতে আইন শৃংখলা নিজের হাতে তুলে নেন। আপনারা যেমন ষড়যন্ত্রকে উড়িয়ে দিয়েছেন এবং ষড়যন্ত্রের মোকাবেলায় দৈর্য‌্য ধরে নৌকার বিজয়কে নিশ্চিত করেছেন। ঠিক সেভাবে আপনারা শান্ত থাকবেন এবং আপনারা কখনো আইন নিজের হাতে তুলে নিবেন না।

তিনি আরও বলেন, নির্বাচনের নামে কিছু লোক ষড়যন্ত্র করতে এসেছিল তারা এলাকা ছেড়ে চলে যাবে অথচ তারা বিষবাষ্প রেখে গেল। এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না। আওয়ামী লীগের কর্মী হিসেবে আমাদের সবসময় সুসংগঠিত থাকতে হবে। কোন ভেদাভেদ রাখা যাবে না।

এসময় সাঁথিয়া ও বেড়ার সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৫:১৫   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
তারেক রহমানের সঙ্গে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
ডার্বিতে সিটিকে উড়িয়ে ক্যারিকের ইউনাইটেডের দুর্দান্ত শুরু
দেশের ভবিষ্যতের চাবি এখন জনগণের হাতে - সুপ্রদীপ চাকমা
বন্দর ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নৌপরিবহনে নতুন দিগন্ত উন্মোচন - নৌপরিবহন উপদেষ্টা
ফতুল্লায় বিপুল ভারতীয় কসমেটিকস আটক করলো কোস্টগার্ড
মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, আহত ১০
নির্বাচনে মাঠে থাকার ঘোষণা রেজাউল করিমের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ