মেয়ের জন্য রাজকীয় আয়োজন আমির খানের

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেয়ের জন্য রাজকীয় আয়োজন আমির খানের
সোমবার, ৮ জানুয়ারী ২০২৪



মেয়ের জন্য রাজকীয় আয়োজন আমির খানের

বলিউড তারকা আমির খানের মেয়ে ইরা খান দীর্ঘ দিনের প্রেমিক নূপুর শিখরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ৩ জানুয়ারি তাদের প্রেম প্রণয়ে রূপ নিয়েছে।

এদিকে সোমবার (৮ জানুয়ারি) উদয়পুরের তাজ লেক প্যালেসে বসছে ইরা খানের বিবাহ আসর। এই আয়োজন পুরোটা ঠিকঠাক করতে তিন দিন আগেই হাজির হয়েছিলেন আমির খান। রাজপ্রাসাদে একেবারে রাজকীয় আয়োজন করেছেন তিনি, যেন মেয়ের বিয়েতে কোনো খামতি না থাকে। অবশ্য বলিউডের মিস্টার পারফেকশনিস্ট নিজে বিয়ে করেছিলেন মাত্র ১০ টাকা খরচ করে।

মূলত আমির খান ও রীনা দত্ত প্রেম করে পালিয়ে বিয়ে করেছিলেন। মুম্বাইয়ের ২১১ নম্বর বাসে ৫০ পয়সার টিকিট কেটে রীনা দত্তের সাথে যৎসামান্য খরচে আইনি বিয়ে করেন তারা। এভাবেই তাদের প্রেম পরিণয়ে রূপ পায়। যদিও এ দম্পতির ১৬ বছরের সংসারের ইতি টানতে হয়।

তবে আমির-রীনা দম্পতির প্রথম মেয়ে ইরার বিয়েতে কোনো কমতি রাখছেন না বাবা। ইরা-নূপুরের বিয়েতে এলাহি আয়োজন করেছেন বলিউড সুপারস্টার। বর-কনে উভয়পক্ষের জন্যই তাজ আরাভলি রিসর্টের ১৭৬টি রুম বুক করা হয়েছে। ২৫০ জন অতিথি উপস্থিত থাকবেন ইরা-নুপূরের বিয়েতে।

সূত্রের খবর, মিস্টার পারফেকশনিস্ট নিজের জন্য আরেকটি লাক্সারি স্যুট বুক করেছেন। যেখান থেকে পুরো উদয়পুরের ভিউ পাওয়া যায়।

এদিকে ইরার রাজকীয় বিয়েতে আমন্ত্রিত আমির খানের বলিউডের তারকাবন্ধুরাও। তাদের জন্যও বিশেষ আয়োজনও রয়েছে। ইরা খান এরই মধ্যে বিয়ের কার্ড শেয়ার করেছেন।

শুধু তাই নয়, প্রাক বিবাহ অনুষ্ঠানে দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে জমিয়ে নাচতেও দেখা গেল আমির খানকে।

গত বছরের নভেম্বর মাসে আমির কন্যার বাগদান হয়। এবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ইরার বিয়ের খবর প্রকাশের সাথে সাথে আমির খানের ভক্ত-অনুরাগীরা ইরার নতুন জীবনের জন্য শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন।

কয়েকদিন আগেই আমির কন্যা ইরার বিয়ের অনুষ্ঠানও শুরু হয়েছে। ইরার গায়েহলুদের অনুষ্ঠানে মারাঠি সাজে দেখা গিয়েছিল আমিরের সাবেক দুই স্ত্রী রিনা ও কিরণকে।

বাংলাদেশ সময়: ১৫:০৪:৪০   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে অভিনব কৌশলে গাঁজা পাচার, আটক ২
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
বেগম খালেদা জিয়া আজ লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা হবেন
বিনা নোটিশে কোনো সাংবাদিককে চাকরি থেকে অব্যাহতি দেয়ার সুযোগ নেই : মাহফুজ আলম
জামালপুরে অষ্টম শ্রেণী শিক্ষার্থী অপমৃত্যু
চীনে পর্যটকবাহী নৌকাডুবে ১০ জনের মৃত্যু
১০ হাজার ইয়াবাসহ রাজধানীতে মাদক কারবারি গ্রেপ্তার
ভারতের সাথে উত্তেজনার মধ্যে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ