প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আবদুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আবদুর রহমান
বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪



২০১৪ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে ফরিদপুর-১ আসনে নির্বাচিত হলেও ২০১৮ নির্বাচনে তাকে মনোনয়ন দেয়া হয়নি। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে শুধু দলীয় মনোয়ন নয়, ভোট জয়ের পর একবারে মন্ত্রিসভায় স্থান দেয়া হলো।

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আবদুর রহমান

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আবদুর রহমান। একাদশ জাতীয় সংসদে এ মন্ত্রণালয় সামলেছেন শ ম রেজাউল করিম।

আবদুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে নবম ও দশম জাতীয় সংসদেও তিনি সংসদ সদস্য ছিলেন। তবে এবার তাকে মন্ত্রিসভায় স্থান দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন তিনি।

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বর্তমানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৪ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে ফরিদপুর-১ আসনে নির্বাচিত হলেও ২০১৮ নির্বাচনে তাকে মনোনয়ন দেয়া হয়নি।

দ্বাদশ জাতীয় নির্বাচনে আব্দুর রহমান ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) সংসদীয় আসনে ১ লাখ ২৩ হাজার ৩৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন (ঈগল) পেয়েছেন ৮৪ হাজার ৯৮৯ ভোট।

এ আসনে ৩৮ হাজার ৩৪২ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩:১৪:১৩   ২১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, সনদ তুলে দিলেন সাংবাদিক ইব্রাহীম খলিলকে
বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য, শোভন কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে - শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ
দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল ও উপকরণ বিতরণ
স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত নিলে, দায় নেবে না বিএনপি: আমীর খসরু
‘নতুন কুঁড়ি’র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যান
ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ভাষণে জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা: সালাহউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ