গান গেয়ে বিশাল-কুমার শানুকে নাচিয়ে ছাড়লেন শুভদীপ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গান গেয়ে বিশাল-কুমার শানুকে নাচিয়ে ছাড়লেন শুভদীপ
সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪



গান গেয়ে বিশাল-কুমার শানুকে নাচিয়ে ছাড়লেন শুভদীপ

সনি টিভিতে প্রতি শনি এবং রোববার সম্প্রচারিত হয় ইন্ডিয়ান আইডল সিজন ১৪। রাত আটটা থেকে দেখা যায় এই শো। এবারে বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু এবং বিশাল দাদলানি। শুটিংয়ের ফাঁকে তাদের মাঝে মধ্যেই মজা করতে দেখা যায়। সেই মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে থাকেন তারা।

সম্প্রতি ইন্ডিয়ান আইডল ১৪ এর মঞ্চে অনুষ্ঠিত হল কিশোর কুমার বিশেষ পর্ব। এখানে এদিন বিশেষ অতিথি হয়ে এসেছিলেন কিশোর কুমার পুত্র অমিত কুমার। সেখানে এই কিংবদন্তি গায়ক ও অভিনেতার দুটি গান গেয়ে শোনান পশ্চিমবঙ্গের প্রতিযোগী শুভদীপ। যা শুনে মুগ্ধ হয়ে যান শ্রেয়া, বিশালরা। নেচে ওঠেন কুমার শানু।

শুভদীপ দাস কিশোর কুমার বিশেষ পর্বে দুটি গান গেয়ে শোনান। একটি হল নমক হালাল ছবির সুপারহিট গান পগ ঘুংরু বাঁধ মীরা নাচি থি, আরেকটি হল শারাবি ছবির ইন্তেহা হো গয়ি। এই দুটি গান অনবদ্য কায়দায় গান শুভদীপ। তার পগ ঘুংরু গানটি শুনে নেচে ওঠেন বিশাল দাদলানি। বাদ যান না কুমার শানুও।

অন্যদিকে মুগ্ধ শ্রেয়া ঘোষাল তার তারিফ করে বলেন, তুমি একজন প্রকৃত রকস্টার। শুভদীপের প্রশংসা করেন অমিত কুমারও। তারপর তিনি যখন ইন্তেহা হো গয়ি গানটি গান এবং তাতে মাতালের অভিনয় করে স্টেজে বসে পড়েন সেটা দেখে মুগ্ধ হয়ে যান সকলে, যে এভাবেও গাওয়া যায়! তার গান শুনে আনন্দে হাততালি দিয়ে ওঠেন বিচারকরা।

এদিন অমিত কুমারকে তার বাবার বিষয়ে একাধিক স্মৃতিচারণ করতেও শোনা যায়। জানান তিনি নিজেকেই বিটকেল, রাগী প্রযোজক বলতেন। একসঙ্গে তিন চারটি প্রজেক্ট সামলাতেন সে সময়।

বাংলাদেশ সময়: ১৫:২০:১২   ১৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পিআর পদ্ধতি জনমনে বিভ্রান্তি তৈরি করবে : রুহুল কবির রিজভী
কাতার ও ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাল বাংলাদেশ
“নাগরিক অধিকার সুরক্ষায় চাই অভিন্ন পারিবারিক আইন”
ফ্যানে ঝুলছিলেন যুবক, খাটে স্ত্রী-সন্তানের লাশ
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
দুর্গাপূজা ঘিরে সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
জনগণের ম্যান্ডেট না নিয়ে কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে: আমীর খসরু
ইইউ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ