উত্তরের শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » উত্তরের শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪



উত্তরের শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসে উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। এ জেলায় গভীর রাত থেকে ঠান্ডা বাতাসের সঙ্গে ঝরছে বৃষ্টির মত কুয়াশা। এতে করে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। আগামী কয়েকদিন তাপমাত্রা উঠানামায় শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানায় আবহাওয়া অফিস।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে ভোরে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কনকনে ঠান্ডার সঙ্গে বৃষ্টি মতো কুয়াশা ঝরায় দিনের আলোতে বিভিন্ন যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। এর পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রয়োজনে গুটিময় কয়েকজন মানুষকে দেখা গেলেও মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ্য করা গেছে।

এ দিকে তীব্র শীতে দুর্ভোগে পড়তে দেখা গেছে এ জেলার নিম্নআয়ের সাধারণ মানুষকে। অনেককেই শীত নিবারণের চেষ্টায় উষ্ণতা পেতে রাস্তার বিভিন্ন মোড়ে খরকুটো দিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

শহরের চৌরঙ্গীমোড় এলাকায় কথা হয় হামিদুল ইসলামের সঙ্গে। তিনি সময় সংবাদকে বলেন, গত কয়েকদিনের তুলনায় আজ অনেকটাই শীতের তীব্রতা বেড়েছে। ঠান্ডায় দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তাই শীত নিবারণের চেষ্টায় আগুন পোহাচ্ছি।

ধাক্কামারা এলাকার বৃদ্ধ আমিরুল ইসলাম সময় সংবাদকে বলেন, প্রতিদিন সকালে নামাজের জন্য উঠি। ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশা থাকলেও আজকে ভিন্নতা দেখা দিয়েছে। বৃষ্টির মতো ঝরছে কুয়াশায়। এতে করে পথঘাট বৃষ্টির পানির মতো ভিজে যাচ্ছে।

একই কথা বলেন রিকশা চালক অলিয়র রহমান। তিনি সময় সংবাদকে বলেন, খুব কষ্টে আছি। দিনভর ঠান্ডা বাতাস থাকছে। ঠান্ডার কারণে রিকশায় মানুষ কম উঠছে। আয় অনেকটাই কমে গেছে। এদিকে গরম কাপড়ের অভাবে পরিবার নিয়ে খুব কষ্টে আছি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন সময় সংবাদকে বলেন, হিমালয়ের একেবারে কাছে অবস্থিত হওয়ায় এ জেলায় শীতের তীব্রতা একটু বেশি। উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসের সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। কনকনে শীতের এই সময়ে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রা উঠানামা করে শীতের তীব্রতা আরও বাড়বে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১:৪১:২৩   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে বাংলাদেশ সরকার কাজ করছে
বিশ্বকাপ ফাইনালের পর ফের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স!
নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া বড় সংকট: আখতার হোসেন
তরুণদের নেতৃত্বে নতুন জাগরণ ঘটেছে, কানাডিয়ান পার্লামেন্টারি দলকে প্রধান উপদেষ্টা
শপথ নিলেন হাইকোর্টের ২১ বিচারপতি
১৬ নভেম্বরের মধ্যে দাবি না মানলে যমুনার সামনে অনির্দিষ্টকাল অবস্থান
নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
মাহমুদুলের সেঞ্চুরিতে ছুটছে বাংলাদেশ
পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা
সনদের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিলে দায় সরকারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ