নির্বাচন নিয়ে কথা বলে আর কোন লাভ নেই : হানিফ

প্রথম পাতা » খুলনা » নির্বাচন নিয়ে কথা বলে আর কোন লাভ নেই : হানিফ
রবিবার, ২১ জানুয়ারী ২০২৪



নির্বাচন নিয়ে কথা বলে আর কোন লাভ নেই : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশে-বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে, তাই নির্বাচন নিয়ে কথা বলে আর কোন লাভ নেই।
আজ রোববার কুষ্টিয়া মোহিনী মিল মাঠে রহিমা-আফছার স্মৃতি টি২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, উৎসব-মুখর পরিবেশে অংশ নিয়ে জনগণই নির্ধারণ করে দিয়েছে যে এটা গ্রহনযোগ্য নির্বাচন হয়েছে। ইতিমধ্যেই দেশে-বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। তাই এই নির্বাচন নিয়ে আর কোন কথা বলে কেউ হয়ত মানুষিক শান্তি পেতে পারে, এছাড়া আর কোন লাভ নেই।
বিরোধী দল প্রসঙ্গে হানিফ বলেন, জাতীয় পার্টি বিরোধী দলে ছিল, এখনও তারাই বিরোধী দল আছে। আশা করছি বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্বাচন পরবর্তি দলের সাংগঠনিক অবস্থা নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে বাধা না থাকায় দলের অনেক নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হয়েছিলো। যে কারণে দলের মধ্যে কিছুটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। নিরসনে ইতিমধ্যেই পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে দলের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, উপজেলা নির্বাচনের আগে তা আর থাকবে না।
পরে পায়রা ও বেলুন উড়িয়ে মাহবুব উল আলম হানিফ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
এসময় আলোচনা সভাতেও বক্তব্য রাখেন তিনি।
উদ্বোধনী ম্যাচে কুমারখালী ক্রিকেট একাডেমি ও রোজা রাইডার্স মুখোমুখি হন। মোট ২৪ দল এই খেলায় অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৭:০৫:০৬   ১৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সাতক্ষীরা সীমান্ত থেকে বিভিন্ন ব্রান্ডের মোবাইল জব্দ
নড়াইলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
জুলাই সনদের বিষয়ে ঐক্যের আহ্বান গোলাম পরওয়ারের
খুলনায় চাষ হচ্ছে মরুভূমির ফল সাম্মাম
দাকোপে লজিক প্রকল্পের পানি শোধনাগার পরিদর্শন করলেন ইইউ রাষ্ট্রদূত
সুন্দরবনে রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক, ৯ জেলে উদ্ধার
জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে: প্রেস সচিব
ভারত যাওয়ার পথে শার্শা সীমান্তে ৪ নারী-পুরুষ আটক
খুলনায় বিভাগজুড়ে ভোক্তার অভিযানে ১২ প্রতিষ্ঠানকে জরিমানা
যশোরে ১৭টি স্বর্ণের বার সহ একজন আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ