পুলিশকে প্রশিক্ষণের পরিধি বাড়াবে চীন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুলিশকে প্রশিক্ষণের পরিধি বাড়াবে চীন: স্বরাষ্ট্রমন্ত্রী
সোমবার, ২২ জানুয়ারী ২০২৪



পুলিশকে প্রশিক্ষণের পরিধি বাড়াবে চীন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তা বাহিনীকে চীন যে প্রশিক্ষণ দিয়ে এসেছে সেই পরিধি তারা আরও বাড়াবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।চীনের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, আগামীতে সেটা আরও জোরদার হবে বলে দাবি করেছেন তিনি।

সোমবার (২২ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এরআগে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,

আমাদের নির্বাচন নিয়ে অনেকগুলো দেশ অনেক মন্তব্য করেছে। কিন্তু চায়না সরকার আমাদের বন্ধু। তারা সব সময় বলেছে, ‘এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, সেখানে আমাদের কোনো মন্তব্য নেই। বাংলাদেশ সরকারই নির্বাচন করবে আমাদের এখানে কোনো মন্তব্য নাই।’

এখন পর্যন্ত কোনো দেশ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়নি দাবি করে মন্ত্রী বলেন, অনেক দেশ বিরূপ মন্তব্য করলেও তারা বুঝে গিয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনের (ইসি) মাধ্যমে একটি সুন্দর নির্বাচন সম্ভব। আমাদের একটি সুন্দর নির্বাচন হয়েছে।

তিনি বলেন,

চায়নার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক পাশাপাশি অন্যান্য প্রতিবেশি দেশের সাথেও আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। আমি মনে করি, এটা আরও শক্তিশালী হবে। আপনারা এইমাত্র দেখলেন, চায়না আমাদের কীভাবে তাদের সাপোর্ট দিয়ে গেল।

চীনের কাছে কী সহযোগিতা চাওয়া হয়েছে, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার সিকিউরিটির বিষয়ে আমরা উদ্বিগ্ন। আমরা আন্তঃদেশীয় অপরাধ, আন্তর্জাতিক অপরাধ—এ সমস্ত অপরাধগুলো যাতে প্রতিরোধ করতে পারি, সেগুলোর জন্য সব সময় সহযোগিতা চাচ্ছি।

তিনি বলেন, তারা সব সময় আমাদের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আসছে, এটা আরও দেয়ার জন্য, এর পরিধি আরও বাড়ানোর জন্য আমরা অনুরোধ জানিয়েছি। তারা বিবেচনা করেছে, তারা কনসিডার করেছে যে আমাদের আরও ট্রেনিংয়ের ব্যবস্থা করবে।

ট্রেনিংয়ের জন্য আমাদের পুলিশ মহাপরিদর্শক এরইমধ্যে তাদেরকে তালিকা হস্তান্তর করেছেন। আমার মনে হয়, তারা সেটি গ্রহণ করবে, বলেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪:৫৯:৩৩   ১৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
নতুন দেশে শ্রম বাজার উন্মুক্ততে কাজ করছে মন্ত্রণালয়: আসিফ নজরুল
বাল্যবিবাহ মুক্ত হলো ইসলামপুরের ৪টি ইউনিয়ন
মাদকের পয়সা ক্ষমতাধরদের পকেটে আসে : গয়েশ্বর
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বেড়েছে ৫ টাকা
শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে এলজিআরডি উপদেষ্টার শ্রদ্ধা
সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ তথ্য উপদেষ্টার
খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে ,আব্দুস সালাম পিন্টু
জামালপুরে সড়কে ঝরলো শিক্ষার্থীর প্রাণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ