ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪



ইতিহাসের এই দিনে

আজ ৩০ জানুয়ারি, ২০২৪ মঙ্গলবার। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।

ঘটনাবলি

১৬৪১ - মালাবির মালাক্কা ছেড়ে দিতে ডাচদের কাছে পর্তুগিজরা আত্মসমর্পণ করে।

১৬৪৮ - মুয়েন্সতারে স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর হয়।

১৬৪৯ - কমনওলেথ অব ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়। ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের শিরশ্ছেদ করা হয়।

১৮৪০ - চীনের সম্রাট ব্রিটেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য নিষিদ্ধ ঘোষণা করেন।

১৮৮৯ - ভিয়েনার যুবরাজ রুডলফ ও তার ১৮ বছরের প্রেয়সী আত্মহত্যা করেন।

১৯০২ - চীন ও কোরিয়ার স্বাধীনতার জন্য জাপানের সঙ্গে ব্রিটেনের চুক্তি স্বাক্ষর হয়।

১৯০৩ - লর্ড কার্জনের প্রচেষ্টায় মেটকাফ হলে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি ও ইম্পিরিয়াল লাইব্রেরিকে সংযুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেয়া হয়। সংযুক্ত লাইব্রেরিটি ইম্পিরিয়াল লাইব্রেরি নামেই পরিচিত হয়। এটিই বর্তমানের জাতীয় গ্রন্থাগার।

১৯৩৩ - জার্মানির চ্যান্সেলর হিসেবে এডলফ হিটলারের আরোহণ।

১৯৬৪ - র‌্যাঞ্জার প্রোগ্রামের অংশ হিসেবে র‌্যাঞ্জার ৬ উৎক্ষেপণ। দ. ভিয়েতনামের জেনারেল নগুয়েন খানের সাইগনে সেনা অভ্যুনত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন।

১৯৭২ - সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান নিরুদ্দেশ হন। কমনওয়েলথ থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার। ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের সম্মিলিত গেরিলা বাহিনীর অস্ত্র সমর্পণ করে।

১৯৮২ - ৪০০ লাইনের দীর্ঘ ১ম কম্পিউটার ভাইরাস কোড এল্ক ক্লোনার লিখেন রিচার্ড স্ক্রেন্টা। এটি এ্যাপল কম্পিউটারের বুট প্রোগ্রাম ধ্বংস করে দেয়।

১৯৮৯ - আফগানিস্তানের কাবুলে মার্কিন দূতাবাস বন্ধের ঘোষণা।

১৯৯০ - চেকোশ্লোভাকিয়ার পার্লামেন্টে ৪ দশক পর কমিউনিস্ট পার্টি তাদের সংখ্যাগরিষ্ঠতা হারায়।

১৯৯৪ - পিটার লেকো সর্বকনিষ্ঠ গ্রান্ডমাস্টারের মর্যাদা পান।

২০০০ - ভারতের কেরলে প্রথম করোনা আক্রান্ত (মেডিক্যাল স্টুডেন্ট) এক রোগী শনাক্ত করা হয়। আইভোরি কোস্টের উপকূলে আটলান্টিক মহাসাগরে কেনিয়া এয়ারওয়েজের ফ্লাইট ৪৩১ বিধ্বস্ত হয়ে ১৬৯ জনের মৃত্যু হয়।

জন্ম

১৮৮২ - ফ্রাংক্‌লিন ডেলানো রুজ্‌ভেল্ট, যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতি।

১৯১৭ - প্রখ্যাত বাঙালি কবি ঔপন্যাসিক ও সাংবাদিক নরেন্দ্রনাথ মিত্র।

১৯৩০ - কিংবদন্তি ভারতীয় বাঙালি ফুটবলার বদ্রু বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত সমর বন্দ্যোপাধ্যায়। জিন হ্যাকম্যান, মার্কিন অভিনেতা ও ঔপন্যাসিক।

১৯৩১ - অস্ট্রেলিয়ান লেখক শার্লি হাযযারদ।

১৯৩৭ - ইংরেজ অভিনেত্রী ভানেসসা রেডগ্রাভে।

১৯৪৯ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন চিকিৎসক ও জীববিজ্ঞানী পিটার আগ্রি।

১৯৬২ - দ্বিতীয় আবদুল্লাহ, জর্ডানের চতুর্থ বাদশাহ।

১৯৮০ - উইল্মার ভালদারামা, ভেনিজুয়েলীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা।

১৯৮৯ - স্প্যানিশ ফুটবলার টমাস মেজিয়াস।

মৃত্যু

১৭৮৮ - রোমে ব্রিটিশ রাজত্বের তরুণ উত্তরাধিকারী চার্লস এডওয়ার্ড স্টুয়ার্ন।

১৯২৮ - নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ চিকিৎসক জোহানেস ফিবিগের।

১৯৪৮ - মহাত্মা গান্ধী, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের গুরূত্বপূর্ণ নেতা।

১৯৬০ - উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় বাঙালি সাহিত্যিক ও সম্পাদক।

১৯৬৩ - ফরাসি সুরকার ফ্রান্সিস পউলেঞ্চ।

১৯৬৮ - প্রখ্যাত ভারতীয় কবি প্রাবন্ধিক ও নাট্যকার পণ্ডিত মাখনলাল চতুর্বেদী।

১৯৬৯ - নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান ভিক্ষু ডমিনিক পিরে।

১৯৭২ - জহির রায়হান, প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক এবং গল্পকার।

১৯৭৫ - শিশু সাহিত্যিক মোহাম্মদ নাসির আলী।

১৯৯১ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিদ জন বারডিন।

২০০৬ - সত্য বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রঙ্গমঞ্চ ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা।

২০১৩ - বেলজিয়ান চিত্রশিল্পী রজার রাভীল।

২০১৪ - কানাডিয়ান অভিনেতা ক্যাম্পবেল লেন।

বাংলাদেশ সময়: ১২:০৪:১২   ৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ঢাকার ক্লুলেস হত্যাকান্ডের প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার
সরিষাবাড়ীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
রেলওয়ের জন্য ২০০ টি ব্রডগেজ যাত্রবাহী বগি সংগ্রহে চুক্তি স্বাক্ষর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা, ২০২৪-এর খসড়া অনুমোদন
প্রান্তিক পর্যায়ে দক্ষ এসএমই উদ্যোক্তা তৈরি করতে হবে : অর্থ প্রতিমন্ত্রী
বৃক্ষ সংরক্ষণ ও সম্প্রসারণ বিষয়ক গবেষণা বাড়ানো হবে : পরিবেশ মন্ত্রী
পেপারলেস স্মার্ট অফিস স্থাপনে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ
বোরো ধান চাল সংগ্রহের উদ্ভাবন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ