কানাডার কাছে বিনিয়োগ চায় বাংলাদেশ

প্রথম পাতা » অর্থনীতি » কানাডার কাছে বিনিয়োগ চায় বাংলাদেশ
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪



কানাডার কাছে বিনিয়োগ চায় বাংলাদেশ

কানাডার কাছে বাংলাদেশ বিনিয়োগ চাচ্ছে বলে জানালেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, অভিবাসনের ক্ষেত্রেও কানাডা উৎসাহিত করছে। সেখান বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যাও বাড়ছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আবাসিক প্রতিনিধি জায়েযন্দু দে এবং বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী।

কানাডার হাইকমিশনারের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘আলাপ হলো অনেক সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রী বলেছেন, ক্যানোলা অয়েল স্বাস্থ্যসম্মত। ওটার একটা সম্ভবনা দেখা যাচ্ছে। আমরা দেখব কি করা যায়। এক্ষেত্রে চড়া ট্যারিফ রয়েছে। তবে সম্ভাবনা তো আছেই।’

বিনিয়োগের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বিনিয়োগ তো আমরা চাই। আগে যেগুলো ছিলো সেগুলো তো নেই। এখন আমরা নতুন করে বিনিয়োগ চাচ্ছি। যেখানে ভালো সুবিধা পাওয়া যাবে, সেখানে তো নিশ্চয়ই আমাদের আগ্রহ থাকবে, সেগুলো দেখব আমরা।’

কানাডায় বাংলাদেশি শিক্ষার্থী নেয়া বা স্কিল ডেভলপমেন্টের বিষয়ে কোনো কথা হয়েছে কি-না — এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিবাসন তো নিশ্চয়ই আছে। কানাডা তো এ বিষয়ে উৎসাহও দেয় । সেখানে বাংলাদেশের স্টুডেন্ট কমিউনিটি বাড়ছে। কানাডার প্রধানমন্ত্রী তো আমাদের প্রধানমন্ত্রীকে মা বলে ডাকেন। তিনি তো ফ্রেঞ্চ কানাডিয়ান। ফরাসিদের তো ওই ঐতিহ্য আছে।’

বাংলাদেশ সময়: ১৫:৫০:২৩   ২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বেপজায় গার্মেন্টস পণ্য তৈরির কারখানা করবে চীনা প্রতিষ্ঠান
প্রবৃদ্ধি অর্জন অব্যাহত রেখে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য - অর্থ প্রতিমন্ত্রী
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১২৮ কোটি ডলার
সোনার দাম ভরিতে বাড়ল ৬৩০ টাকা
জিডিপি কমার পূর্বাভাসে চিন্তার কিছু নেই: অর্থমন্ত্রী
রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলারের উপরে
দিনে আসছে হাজার কো‌টি টাকার রেমিট্যান্স
আগামী বাজেটে অর্থনৈতিক ভারসাম্যের দিকে সর্বাধিক গুরুত্ব দেবে সরকার : অর্থ প্রতিমন্ত্রী
চোরাই চিনিতে সয়লাব বাজার, লোকসানে মিল মালিকরা
আগামী বাজেট হবে ৮ লাখ কোটি টাকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ