বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪

‘সামনের দিনে বাজুস মেলা আন্তর্জাতিক মেলায় রূপান্তরিত হবে’

প্রথম পাতা » অর্থনীতি » ‘সামনের দিনে বাজুস মেলা আন্তর্জাতিক মেলায় রূপান্তরিত হবে’
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪



‘সামনের দিনে বাজুস মেলা আন্তর্জাতিক মেলায় রূপান্তরিত হবে’

বর্ণাঢ্য আয়োজনে দেশে তৃতীয়বারের মতো ‘বাজুস ফেয়ার ২০২৪’ উদ্বোধন হয়েছে। মেলা পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূতের প্রতিনিধি শ্রীলঙ্কান কর্মাশিয়াল কাউন্সিলর শ্রীমলি জায়ার্থনা। তিনি বলেন, ‘এই মেলাটি স্বর্ণ শিল্প ব্যবসায়ীদের একটি চমৎকার উদ্যোগ। আমি আশা করবো সামনের দিনে এই মেলা আন্তর্জাতিক মেলায় রূপান্তরিত হবে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ৩০০ ফিট সড়কে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে ‘বাজুস ফেয়ার- ২০২৪’ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘এই মেলার মধ্য দিয়ে স্বর্ণ শিল্প ও এই শিল্পের গ্রাহকদের সঙ্গে সহজে যুক্ত হওয়া যাবে। আমি আশা করবো সামনের দিনে এই মেলাকে আন্তর্জাতিক মেলায় রুপান্তরিত করা হবে। তাহলে এখানে দেশীয় স্বর্ণের শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি স্বর্ণের শিল্প প্রতিষ্ঠানগুলো অংশ নিতে পারবে।
উভয় পক্ষের সহযোগিতায় আমরা এই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পারবো।’

মেলা পরিদর্শনের সময় তাঁর সঙ্গে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৬:৫৩   ৪৪ বার পঠিত