বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আইন-শৃঙ্খলা অবনতির আশংকা নেই। সব পক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। আজ সকাল ৯টা পর্যন্ত ২ হাজার ৩৩৫ জন বিদেশি মেহমান এসেছেন। সব কিছু ঠিক আছে। আশা করি শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন হবে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ব ইজতেমার বিদেশি মেহমানদের নিরাপত্তায় স্থাপিত গাজীপুর মহানগর পুলিশের বিশেষ নিয়ন্ত্রণ কক্ষের সামনে পুলিশ ব্রিফিং করে জিএমপি কমিশনার মাহবুব আলম এসব কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বেও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ৬ হাজার পুলিশ মোতায়েন থাকবে। পুলিশের পাশাপাশি র্যাব, ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ মোতায়ন আছে। সকাল ৯টা পর্যন্ত ২ হাজার ৩৩৫ জন বিদেশি মেহমান দ্বিতীয় পর্বে ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬:৩৫:২৬ ১০৫ বার পঠিত