হেনা দাস নারায়ণগঞ্জের গর্ব: মেয়র আইভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » হেনা দাস নারায়ণগঞ্জের গর্ব: মেয়র আইভী
সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪



হেনা দাস নারায়ণগঞ্জের গর্ব: মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, হেনা দাস আমার অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ। ১৯৮৫ সালে সোভিয়েত ইউনিয়ন যেতে তিনি আমাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। তাঁর অবদান আমি কখনো ভুলতে পারবো না। হেনা দাসের মতো মহিয়সীদের আমি সব সময় অনুসরণ করার চেষ্টা করি। তিনি নারায়ণগঞ্জের গর্ব।

হেনা দাসের জন্মশতবর্ষ উপলক্ষে সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার যৌথ ভাবে জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ভবানী শংকর রায়ের সঞ্চালনায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি লক্ষ্মী চক্রবর্তী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি, লেখক ও গবেষক মফিদুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, হেনা দাসের কন্যা ডা. দীপা ইসলাম, দৌহিত্রি প্রকৌশলী নবনীতা ইসলাম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি এড. জিয়াউল ইসলাম কাজল, মহিলা পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি রীনা আহমেদ ও শিক্ষক সমিতির জেলা প্রতিনিধি এড. হাসিনা পারভিন।

মফিদুল হক বলেন, হেনা দাস ছিলেন আজন্ম সংগ্রামী এক যোদ্ধা। তিনি যেমনি শিক্ষা ও সংস্কৃতির জন্য লড়াই করেছেন, পাশাপাশি নারী মুক্তি, চা-শ্রমিকদের অধিকার নিয়ে আন্দোলন, কৃষকের অধিকার নিয়ে আন্দোলন করেছেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ আমাদের ইতিহাসের বিভিন্ন পর্বের সংগ্রামের সক্রিয় যোদ্ধা তিনি। নারায়ণগঞ্জের সাথে রয়েছে তাঁর নিবিড় সম্পর্ক। এখানকার বিভিন্ন কর্মে ছড়িয়ে আছে তার স্বাক্ষর।

রফিউর রাব্বি বলেন, হেনা দাস ছিলেন আমাদের একটি প্রজন্মের বাতিঘর। বিনয় এবং দৃঢ়তার এক অপূর্ব সমন্বয় ছিল তাঁর চরিত্রে। তাঁর লেখা ‘চার পুরুষের কাহিনী’তে যেমনি প্রতিফলিত হয়েছে একটি সময়ের উত্থান পর্ব, আবার অন্য সব গ্রন্থে উঠে এসেছে একটি মুক্তমানবের মুক্তসমাজ হঠনের সংগ্রামের উপাখ্যান।

নবনীতা ইসলাম আয়োজনের জন্য পরিবারের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে হেনা দাস স্মরণে সংগীত পরিবেশন করেন সাংস্কৃতিক জোটের শিল্পীরা। পরে হেনা দাসকে নিয়ে মানজারে হাসিন মুরাদ নির্মিত প্রামাণ্য চিত্র “অভিযাত্রী” প্রদর্শিত হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৯:১৩   ১৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পদ্মা সেতুর দুই প্রান্তে বিশেষ গ্রাফিতি অঙ্কন
বাংলাদেশি গণমাধ্যম প্রতিনিধিদের চীনের কুনমিং হাসপাতাল পরিদর্শন
আবারও আলোচনায় বসবে ঐকমত্য কমিশন : আলী রীয়াজ
চিকিৎসা সেবার আধুনিকায়নে রোবোটিক প্রযুক্তি ব্যবহারে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ
নির্বাচন বানচালে দেশে ‘অনেক গন্ডগোল’ হতে পারে: মেজর হাফিজ
হাসিনার দোসর অনেক সচিব নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: ফারুক
চট্রগ্রামের শীতল ঝর্ণা খালের ওপর ধসে পড়া সেতু পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা
সীমান্তে ২১ সোনার বারসহ আটক ১
জুলাইয়ে রেমিট্যান্সে শীর্ষে ঢাকা বিভাগ, তলানিতে রংপুর
বাস কন্ডাক্টরের ছেলে আজ রজনীকান্তকে পরিচালনা করছেন!

News 2 Narayanganj News Archive

আর্কাইভ