জিম্মিদের মুক্তি না দিলে রমজানে রাফাহতে অভিযান : ইসরায়েল

প্রথম পাতা » আন্তর্জাতিক » জিম্মিদের মুক্তি না দিলে রমজানে রাফাহতে অভিযান : ইসরায়েল
সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪



জিম্মিদের মুক্তি না দিলে রমজানে রাফাহতে অভিযান : ইসরায়েল

রমজানেও রাফাহতে অভিযান চালাবে ইসরায়েল। দেশটির যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ বলেছেন, ‘রমজানে হামাস গাজায় আটক বাকি জিম্মিদের মুক্তি না দিলে, আগামী মাসে রাফাহতে ইসরায়েল দীর্ঘ এবং ব্যাপক আক্রমণ শুরু করবে।’ রবিবার জেরুজালেমে তিনি আরো বলেন, ‘বিশ্ব এবং হামাস নেতাদের অবশ্যই জানতে হবে, যদি রমজানের মধ্যে আমাদের জিম্মিরা বাড়িতে ফিরে না আসে, তবে রাফাহ এলাকাসহ সর্বত্র যুদ্ধ চলবে।’ পবিত্র রমজান মাস ১০ মার্চ থেকে শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলি সরকার শহরটিতে কত দিন ধরে হামলা চলবে, এর নির্দিষ্ট সময়সীমা বেধে দেয়নি। এ পরিস্থিতিতে রাফাহর ১.৭ মিলিয়ন বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় চেয়েছে। ব্যাপক হতাহতের আশঙ্কায় বিদেশি সরকার এবং সাহায্য সংস্থাগুলো বারবার ইসরায়েলকে সতর্ক করে রাফাহকে রেহাই দেওয়ার জন্য অনুরোধ করেছে। গাজার শেষ প্রধান শহর রাফাহ এখন পর্যন্ত ইসরায়েলি স্থল অভিযানের শিকার হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ‘রাফাহ বাদ দিলে যুদ্ধ শেষ করা যাবে না।’ গতকাল রবিবার জেরুজালেমে এক সম্মেলনে নেতানিয়াহু জিম্মি চুক্তিসহ বা ছাড়াই হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় অর্জনের শপথ করেছেন। বেনি গ্যান্টজ বলেছেন, সমন্বিত পদ্ধতিতে যুক্তরাষ্ট্র এবং মিসরীয়দের সঙ্গে কথোপকথনের মাধ্যমে আক্রমণ চালানো হবে। ফলে যতটা সম্ভব বেসামরিক হতাহতের সংখ্যা কমিয়ে আনা যায়।
কিন্তু অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিকরা কোথায় নিরাপদে সরে যাবে, তা এখনো স্পষ্ট নয়।

ইসরায়েল বলেছে, তারা বিশ্বাস করে জিম্মিদের পাশাপাশি হামাসের নেতারা রাফাহতে আছে। ইসরায়েলি পরিসংখ্যানে ৭ অক্টোবরের হামলার সময় হামাস প্রায় ২৫০ জনকে জিম্মি করেছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের প্রতিশোধমূলক অভিযানে অন্তত ২৮ হাজার ৮৫৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

সূত্র : এএফপি

বাংলাদেশ সময়: ১৪:০১:৫৬   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চীনে পর্যটকবাহী নৌকাডুবে ১০ জনের মৃত্যু
ভারতের সাথে উত্তেজনার মধ্যে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান
উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের
বাংলাদেশ সীমান্তের কাছে নিরাপত্তা বাড়াল ভারত
কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ২
কাশ্মীর ইস্যুতে উত্তেজনা, ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র
সীমান্তে গভীর রাতে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি
নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্ব, ইসরাইলের গোয়েন্দা প্রধানের পদত্যাগ
ভারতকে এবার পারমাণবিক হামলার হুমকি দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ