সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪

সরিষাবাড়ীতে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪



সরিষাবাড়ীতে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পিংনা ইউনিয়নের বারই পটল শহীদ নগর স্টেশন এলাকায় সরিষাবাড়ী থানার আয়োজনে মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং, ছিনতাই, কুসংস্কার, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, মানব পাচারসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে এ সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিংনা সুজাত আলী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান সাঈদ, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ফজলে লোহানী ও পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু প্রমুখ।

এ সময় বিট পুলিশিং কর্মকর্তা ও তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মাসুদুর রহমান, উপ-পরিদর্শক মাহমুদুল হাসান মোড়ল সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৮:২৮   ১০৮ বার পঠিত