কবুতর পালনের আড়ালে অস্ত্র তৈরির কারখানা, আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » কবুতর পালনের আড়ালে অস্ত্র তৈরির কারখানা, আটক ১
বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪



কবুতর পালনের আড়ালে অস্ত্র তৈরির কারখানা, আটক ১

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে দু’টি দেশীয় পদ্ধতিতে তৈরি পিস্তল ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল৷

বুধবার সন্ধ্যায় ওই অভিযানে করিম মিয়া নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা৷

করিম চাঁদপুর জেলার হাইচরের প্রয়াত সিদ্দিকুল রহমানের ছেলে৷ নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া শাহ সুজা রোড এলাকায় বোনের ভাড়াবাসায় থাকতেন৷ সেখানের একটি কক্ষে কবুতর পালনের আড়ালে আগ্নেয়াস্ত্র তৈরির কার্যক্রম পরিচালিত হতো বলে জানায় পুলিশ৷

অভিযামে দু’টি পিস্তল ছাড়াও একটি ওয়ান-শ্যুটার গানের (দেশীয় একনলা বন্দুক) পাইপের অংশ, একটা কার্তুজ, শর্টগানের গুলিসহ অন্যান্য দেশীয় রিভলবার ও পাইপগান তৈরির সরঞ্জাম, ড্রিল মেশিন, কাটারও উদ্ধার করা হয়।

চাইলাউ মারমা বলেন, ‘দীর্ঘদিন ধরে করিম মিয়া হাতে তৈরি পিস্তল রিভলবার যখন যেমন চাহিদা তৈরি করে আসছিলেন এবং সাপ্লাই দেন। প্রায় ১ মাস আগে থেকে আমরা এটা নজরদারিতে রাখছিলাম। আজ বিকেলে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার ও একজনকে আটক করা হয়েছে। এর সাথে আর কারা জড়িত, এর ক্রেতা কারা খুঁজে বের করতে কাজ চলছে।

“আমরা আটককে জিজ্ঞাসাবাদ করে উনি এগুলোর যন্ত্রাংশ কোথা থেকে কেনেন, কাকে অস্ত্র বিক্রি করেন সে বিষয়ে খোঁজখবর করছি৷ তার আরেকজন সহযোগী আছে বলেও জেনেছি৷ আমরা তাকে শনাক্ত করে আইনের আওতায় আনবো৷”

এদিকে, অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওই থানার ওসি শাহাদাত হোসেন৷

বাংলাদেশ সময়: ২২:৫৫:০০   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ট্রাম্পেরও ‘অনেক কিছু হারানোর আছে’ : ফরাসি মন্ত্রী
পোস্টাল ব্যালটসহ বিভিন্ন ইস্যুতে ইসিকে ছাত্রদলের কড়া আল্টিমেটাম
নাটোরে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল
পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫
জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দি অ্যাফেয়ার্সের বৈঠক
লেভান্তেকে হারিয়ে জয়ে ফিরল রিয়াল
‘প্রার্থীর কাছ থেকে অর্থ বা খাবার নিতে পারবে না পুলিশ’
যথেষ্ট সংস্কার হয়েছে: আসিফ নজরুল
জুলাই যোদ্ধাদের দেখভালে পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের
শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি - মৎস্য উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ