রবিবার, ৩ মার্চ ২০২৪

সরিষাবাড়ীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত-১৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত-১৩
রবিবার, ৩ মার্চ ২০২৪



সরিষাবাড়ীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত-১৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে প্রাপ্তবয়স্ক ও শিশুসহ কুকুরের কামড়ে ১৩ জন আহত হয়েছে। আজ রোববার বিকাল ৩টা হতে রাত ৮টা নাগাদ উপজেলাসহ পৌর শহরের পৃথক পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

কুকুরের কামড়ে আহতরা হলেন- পৌর ৫নং ওয়ার্ডের তারিয়াপাড়া এলাকার রিতা (৩৬), কালু মিয়া(৪৫),শিমলা বাজার এলাকার পল্লবী (৫৫), তামিম (০৩), পৌর ৬নং ওয়ার্ডের চকহাট বাড়ী এলাকার মাসুমা বেগম (৫৫), ধানাটা গ্রামের রবিউল ইসলাম (৩৮), রিয়াদ ইসলাম (১৬), মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের সাদিয়া(১১) ,ইসমাইল হোসেন (৫৫) ও ভাটারা ইউনিয়নের ফুলদহ এলাকা হতে আত্মীয় বাড়ী বেড়াতে আসা বৃদ্ধা জমিলা বেগম (৬০) সহ মোট ১৩ জনকে কুকুরে কামড়িয়ে আহত করে। পরে তাদেরকে আরআইজি ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রবিউল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) রবিউল ইসলাম কালবেলা কে জানান, হঠাৎ করে বিকাল ৩টায় দুইজন রোগী আসে এবং তারা বলে পাগলা কুকুরে কামড় দিয়েছে। ওই দুইজনকে চিকিৎসা দেওয়ার পর সন্ধ্যার আগ দিয়ে আরো ৫/৬জন করে আসা শুরু করে। কেউ সিরিয়াস ইনজুরি হয়নি। কিন্তু সকলের পায়ে কুকুরের কামড় দেখা গেছে। তাই সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কিছু মানুষকে হাসপাতাল থেকে ভ্যাকসিন দিয়ে কাভার করতে পেরেছি। আর বাকিরা বাইরে থেকে কিনে এনে দিয়েছে।

এছাড়াও তিনি বলেন, আমার মনে হয় পৌরসভা থেকে উদ্যোগ নিয়ে পাগলা কুকুরগুলোকে ভ্যাকসিন দেওয়া উচিত।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৪৬   ১১৮ বার পঠিত