বাংলাদেশকে অবকাঠামো খাতে সহায়তা করবে এআইআইবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশকে অবকাঠামো খাতে সহায়তা করবে এআইআইবি
মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪



বাংলাদেশকে অবকাঠামো খাতে সহায়তা করবে এআইআইবি

বাংলাদেশের অবকাঠামো খাতে আরও বেশি যুক্ত হতে চায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে তারা।

মঙ্গলবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাতকালে এআইআইবি’র ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান রজত মিশ্র একথা জানান।

এসময় মন্ত্রী বলেন, নতুন কোনো খাতে সহযোগিতার প্রয়োজন হলে তারা পাশে থাকবেন বলে আশ্বাস দেয়া হয়। এছাড়া পলিসি নিয়েও কাজের আগ্রহ প্রকাশ করেছে এআইআইবি। তাদের আগ্রহের ব্যাপারে সরকার আনন্দিত।

অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, অবকাঠামোগত খাতে তারা বেশি যুক্ত হতে চান। সে ব্যাপারে সরকারও একমত। আরও বাজেট সাপোর্ট প্রোগ্রাম দেয়ার অনুরোধ করেছে বাংলাদেশে। তাছাড়া এটাই এই ব্যাংকের প্রথম বৈশ্বিক জলবায়ুতে অর্থায়ন বলে তারা জানিয়েছেন।

বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে চান জানিয়ে এআইআইবির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান রজত মিশ্র বলেন,

আমরা বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে চাই। কারণ দেশটির অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। মেট্রোরেলসহ নানান ক্ষেত্রে তাদের সফলতা মুগ্ধ করেছে, সেটি হয়ত সামনে আরও সমৃদ্ধ হবে। আমরা কিছু ঝুঁকিপূর্ণ অঞ্চলে কাজ করি যেমন জলবায়ুতে অর্থায়ন। আমরা ক্লাইমেট ফাইন্যান্সের জন্য পলিসি তৈরির জন্য বসেছি। আমরা একটি প্রকল্প নিতে চাই যেটি বৈশ্বিক জলবায়ুতে এআইআইবির প্রথম অর্থায়ন। তাই এটি আমাদের জন্য মূল্যবান অংশীদারিত্ব।

এআইআইবি ১৭ প্রকল্পে ৩.৩৫ বিলিয়ন ডলার অর্থায়ন করেছে, সেটি কি সামনে বাড়ানোর পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে কোনো লিমিট নেই, তবে অবশ্যই এটি বাড়ানোর চেষ্টা করা হবে। আপাতত পলিসি গ্রহণের জন্য কাজ করা হচ্ছে, একই সঙ্গে প্রকল্পগুলো নিয়েও এগিয়ে যাওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:১০:২০   ১৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
আদালতে দায় স্বীকার করলেন সাবেক সিইসি নুরুল হুদা
ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হবে : পরিবেশ উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ঐতিহাসিক পটপরিবর্তন : সমাজকল্যাণ উপদেষ্টা
জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য মাসুদুজ্জামানের দোয়া ও মিলাদ
হালদা পাড়ে তামাক চাষ বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
প্রকৃত গণতন্ত্র নিশ্চিত হলেই বৈষম্য নিরসন হয় : গণশিক্ষা উপদেষ্টা
ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার
জামালপুরে ভর্তুকি দিয়ে ১৮ হাজার আগ্রাসী চারাগাছ নিধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ