বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

জেলা প্রশাসনের আয়োজনে ৭ মার্চ উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জেলা প্রশাসনের আয়োজনে ৭ মার্চ উদযাপন
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪



জেলা প্রশাসনের আয়োজনে ৭ মার্চ উদযাপন

নারায়ণগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে জেলা প্রশাসনের নানা আয়োজনে স্মরণ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

পরে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী।

আলোচনাসভায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের গুরুত্ব তুলে ধরেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

বাংলাদেশ সময়: ২২:৫৯:৫৭   ১৩৭ বার পঠিত