দেশ জুড়ে সমালোচনার মুখে নতুন শিল্পমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশ জুড়ে সমালোচনার মুখে নতুন শিল্পমন্ত্রী
রবিবার, ১০ মার্চ ২০২৪



দেশ জুড়ে সমালোচনার মুখে নতুন শিল্পমন্ত্রী

ইফতার কেন আপেল-আঙুর দিয়ে করা হবে। দাম বেশি হলে বরই-পেয়ারা দিয়ে ইফতার করবেন, সপ্তাহ খানেক আগে এমন বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তবে মন্ত্রী এবার বলেছেন, তিনি খেজুরের পরিবর্তে বরই খেতে বলেননি। খেজুরের সঙ্গে বরই খেতে বলেছেন।

রোববার (১০ মার্চ) তেজগাঁওয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিল্পমন্ত্রী।

মন্ত্রী দাবি করেন,

আমি খেজুরের পরিবর্তে বরই খেতে বলি নাই, খেজুরের সঙ্গে বরই খেতে বলেছি। কার কোথায় ব্যথা আমি জানি না। কার পাছায় কে লাথি দিবে আমি জানি না।

তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। ইতোমধ্যে রমজান উপলক্ষে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। কিছু মৌসুমি ব্যবসায়ী বিএসটিআই অনুমোদন ছাড়া বিভিন্ন যায়গায় পণ্য বিক্রি করা শুরু করে। তাই পণ্যের যথাযথ মান থাকে না। রমজানে বেশি করে মোবাইল কোর্ট পরিচালনা করতে হয়।

দেশে খেজুরের সংকট আছে জানিয়ে মন্ত্রী বলেন, তবে খেজুর আমদানিতে শুল্ক কমিয়ে দেয়া হয়েছে। অনেকের অনেক জায়গায় জ্বালা আছে।

দাম নিয়ন্ত্রণে সরকার কাজ করছে জানিয়ে নূরুল মজিদ বলেন, সবাইকে তো আর জেলে দেয়া যাবে না। ব্যবসায়ীতো লস দিবে না, তবে দাম যেন আকাশচুম্বী না হয় সে বিষয়টা আমরা নজরে রাখছি। সাপ্লাই চেইন মেনটেইন রাখতে হবে। ভেজালে বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সে রয়েছে। যারা প্রতারণা করতে চায় তাদের বিরুদ্ধে অভিযান চলবে।

মন্ত্রী আরও বলেন, আমাদের একটা ট্রেন্ড আছে। উৎসব আসলেই দাম বেড়ে যায়। রমজানে আমরা অনেক উচ্চাবিলাসি পণ্য সামনে রাখি। অন্যান্য দেশে উৎসবে জিনিষপত্রের দামে ছাড় দেয়া হয়, কিন্তু আমাদের দেশে দাম উল্টো বেড়ে যায়। অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আছে যারা জিনিষপত্রের দাম বাড়িয়ে সৌদি গিয়ে বসে থাকে।

গত ৪ মার্চ জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেছিলেন, ইফতার কেন আপেল-আঙুর দিয়ে করা হবে। দাম বেশি হলে বরই-পেয়ারা দিয়ে ইফতার করবেন।

সাংবাদিকদের উদ্দেশে শিল্পমন্ত্রী বলেন,

দেশের কী সমস্যা আপনারাও জানেন, আমরাও জানি। আকাশ থেকে দেশের সমস্যার সমাধান আসে না। পাতালে দাঁড়িয়েই সমস্যা সমাধান করতে হবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী এবার সাফ জানিয়ে দিয়েছেন কোনো ইফতার মাহফিল হবে না। দেশটা সংসারের মতো করে চালাতে হবে। সংসারে সংকটে যেমন কৃচ্ছ্রসাধন করতে হয়, দেশের বেলায়ও সেভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:৪০   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করতে ১০ বছর মেয়াদি স্ট্রাটেজিক প্ল্যান প্রণয়ন করা হবে
রাজনৈতিক দলগুলোর অনুভূতি ধারণ করে সংশোধন প্রস্তাব আনছে কমিশন : আলী রীয়াজ
ইরাকে মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে তুরস্কের ১২ সৈন্য নিহত
দুদককে চিঠি দেয়ার বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে: আহমদ তৈয়্যব
নির্বাচন এড়িয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে সরকার: মির্জা আব্বাস
টেক্সাসে হঠাৎ কেন বন্যা, কেন এত প্রাণহানি
প্রজায় পরিণত হয়েছিলাম, ছাত্ররা মুক্তি এনে দিয়েছে : শিক্ষা উপদেষ্টা
বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে : খাদ্য উপদেষ্টা
কুমিল্লা সীমান্তে ৪৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জাতীয় নির্বাচনের সময়কাল নিয়ে কোনো কথা আমরা বলিনি: নাহিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ