বন্দরে অটিজম চাইল্ড কেয়ারে ঈদ সামগ্রী বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে অটিজম চাইল্ড কেয়ারে ঈদ সামগ্রী বিতরণ
বুধবার, ৩ এপ্রিল ২০২৪



বন্দরে অটিজম চাইল্ড কেয়ারে ঈদ সামগ্রী বিতরণ

বন্দরে অটিজম চাইল্ড কেয়ারে অধ্যায়নরত প্রতিবন্ধী শিশু-কিশোরদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সাবিলা ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দধামের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার মো: মারুফ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি জনাব ইকবাল আহমেদ সহ,আনন্দধামের মহাসচিব শ্রী বিশ্বজিৎ সাহা, প্রতিষ্ঠানটির পরিচালক মতিউর রহমান মুক্তি, খোকন গাজী, মো: সেলিম, আবদুর রহমান বাচ্চু, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষয়িত্রী বৃন্দ,অভিভাবক বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের সাবিলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি আজ বন্দর থানার দায়িত্ব পাওয়ার পর প্রথম বারের মত এই অসহায় অটিস্টিক শিশুদের মাঝে আসলাম। আমার খুব ভালো লাগলো এই অসহায় শিশুদের মাঝে একটা নির্মল সময় অতিবাহিত করতে পেরে। আমি সমাজের সমস্ত নাগরিকদের কাছে আহবান জানাবো, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী এই অটিস্টিক শিশু-কিশোরদের পরিবারের পাশে এসে দাড়াবেন, যেন তারা অসহায় বোধ না করে। তিনি বলেন সরকারের পাশাপাশি সাধারণ নাগরিক হিসেবে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন পুলিশ প্রশাসন প্রতিবন্ধীদের নিরাপত্তা বিধানে সচেতন।

বিশেষ অতিথি শাহরিয়ার মো: মারুফ বলেন প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান। এই সামাজের নাগরিক হিসেবে তাদের লালন পালনের দায়িত্ব আমাদের সবার। সভার সভাপতি হাসিনা রহমান সিমু প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের কে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের আগমন আমাদেরকে সামনের দিনগুলুতে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে সাহস জোগাবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:০০   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ পবিত্র আশুরা
আজকের রাশিফল
তানভীরের ফাইফারে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মহানায়ক তারেক রহমান: খোরশেদ
পিআর পদ্ধতির নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না: সাখাওয়াত
তুর্কমেনিস্তানের বিপক্ষে গোল উৎসব করে জিতল বাংলাদেশ
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
আড়াইহাজারে বাবাকে হাতুড়িপেটা করে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার
কর্মকর্তাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মতবিনিময়
অসুস্থ বিএনপি নেতা জামালউদ্দিন কালুর পাশে মাসুদুজ্জামান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ