আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
রবিবার, ৭ এপ্রিল ২০২৪



আজকের রাশিফল

মেষ: চিন্তাভাবনার ওপর ভর করে এগিয়ে যাবেন। স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না। এতে বড় রোগ দেখা দিতে পারে। হতাশাজনক সংবাদ পেতে পারেন। দীর্ঘদিনের দুশ্চিন্তা দূর হবে। আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে অনুতাপ হতে পারে।

বৃষ: দিনটি আনন্দে পরিপূর্ণ থাকবে। বন্ধুদের সঙ্গে কোনো সমস্যা থাকলে তা দূর হবে। ঘনিষ্ঠতা বাড়বে। কর্মক্ষেত্রে কর্মকর্তারা কিছু দায়িত্ব দেবেন, সেই দায়িত্ব সম্পন্ন করতে পারবেন। বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যেতে পারেন। নতুন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে সেই ইচ্ছা পূরণ হবে। অর্থ বৃদ্ধির ফলে পরিবারের কোনো সদস্যকে দেয়া প্রতিশ্রুতি পূরণ হবে। তবে ভালোভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কারণ প্রতারণার শিকার হতে পারেন।

মিথুন: কাজ লাভজনক হবে। বাজেট অনুযায়ী কাজ করুন। রুটিন মেনে কাজ করলে তা সম্পন্ন হবে। লেনদেনে স্পষ্টতা বজায় রাখুন, তা না হলে লোকসান হতে পারে। পরিবারের সদস্যদের নিজের ইচ্ছা প্রকাশ করতে পারেন। জীবনসঙ্গীর সহযোগিতা ও সান্নিধ্য লাভ করবেন।

কর্কট: দিনটি উন্নতিতে পরিপূর্ণ থাকবে। কোনো কাজে বাধা এলে তা দূর হবে। নানা ক্ষেত্রে ভালো প্রদর্শন করবেন। আয় বৃদ্ধির ফলে আনন্দিত হবেন। কারও পরামর্শ মেনে সুনাম অর্জন করতে পারবেন। বিভিন্ন পরিস্থিতিতে নিয়ন্ত্রণ বজায় রাখা শ্রেয়। চাকরির পাশাপাশি কোনো কাজ করার পরিকল্পনা করলে ইচ্ছা পূরণ হতে পারে।

সিংহ: দিনটি বিশেষ ফলদায়ী হবে। তবে পারিবারিক বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো বিবাদে জড়াবেন না। সম্পত্তি কেনার আগে স্থাবর-অস্থাবর সব বিষয় ভালোভাবে যাচাই করে দেখে নিন। কাছের মানুষ পারিবারিক বিষয় হস্তক্ষেপ করতে পারে, তবে এর ফলে পরিবারের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। কোনো নতুন কাজের জন্য উৎসাহিত হবেন। মা-বাবাকে নিজের মনের কোনো ইচ্ছা জানাতে পারেন।

কন্যা: দিনটি নানা সমস্যায় ভরে থাকবে। অবিবাহিত ব্যক্তিরা বিয়ের ভালো প্রস্তাব পাবেন। ক্যারিয়ার সংক্রান্ত সমস্যার সমাধান হবে। কোথাও যাত্রা হতে পারে। এর ফলে লাভবান হবেন। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভের পথ প্রশস্ত হবে। নতুন সম্পত্তি ক্রয়ের ইচ্ছা পূরণ হতে পারে।

তুলা: দিনটি আনন্দে পরিপূর্ণ থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে পুরনো ভুল বোঝাবুঝি দূর হবে, পারস্পরিক সম্পর্ক মজবুত হবে। গুরুত্বপূর্ণ বিষয়ে বরিষ্ঠ সদস্যের পরামর্শের প্রয়োজন হবে। ব্যাংকি ক্ষেত্রে কাজ করেন যারা, তারা নিজের টাকা ভালো প্রকল্পে লগ্নি করতে পারেন। ব্যক্তিগত বিষয় বহিরাগতদের হস্তক্ষেপ করতে দেবেন না।

বৃশ্চিক: দিনটি শুভ ফলদায়ক হবে। জরুরি কাজ সম্পন্ন হওয়ায় আনন্দিত থাকবেন। পরিবারে ছোট অনুষ্ঠান আয়োজিত হতে পারে। কর্মক্ষেত্রে ভালো করবেন। সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার অভ্যাস আপনাকে মুনাফা এনে দেবে। বন্ধুর কাছ থেকে লগ্নি প্রকল্প সম্পর্কে জানতে পারলে তাতে অর্থ লগ্নি করবেন না, সমস্যায় পড়তে পারেন।

ধনু: বিদেশে বসবাসকারী আত্মীয়ের কাছ থেকে সুসংবাদ পাবেন। লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে হবে। অন্যান্যদের থেকে সতর্ক থাকুন, কারণ তারা আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারেন। নিজের স্বভাবে নম্রতা বজায় রাখুন, তখনই সহজে নিজের কাজ হাসিল করতে পারবেন। ব্যবসায়ে কাউকে অংশীদার করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন। কাছে কোথাও ঘুরতে যেতে পারেন।

মকর: দিনটি জটিলতায় কাটবে। কর্মকর্তাদের পরামর্শ মান্য করলে পদোন্নতি লাভের সম্ভাবনা আছে। নতুন চাকরির সন্ধানে থাকলে ইচ্ছা পূরণ হতে পারে। পরিবারের সদস্যদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন। ব্যবসায়িক পরিকল্পনার ফলে মুনাফা লাভ হতে পারে। সন্তানের ক্যারিয়ার সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। আটকে থাকা কাজ সম্পন্ন করার চেষ্টায় ব্যস্ত থাকবেন। লক্ষ্য নির্ধারিত করে কাজ করলে সুফল পাবেন।

কুম্ভ: সরকারি কাজে ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। সহজেই নিজের দায়িত্ব সম্পন্ন করে বরিষ্ঠ সদস্যদের প্রশংসা লাভ করতে পারেন। খাদ্যাভ্যাস পরিবর্তন করুন, তা না হলে গভীর সমস্যায় জড়াতে পারেন। পেটের গোলযোগ হতে পারে। কাছের মানুষের সহযোগিতা লাভ করবেন।। সবাইকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করবেন।

মীন: নতুন সম্পর্কের মাধ্যমে ভালো লাভ অর্জন করতে পারবেন। ভাগ্যের সঙ্গ পাবেন। কর্মক্ষেত্রে নিজের ভালো চিন্তাভাবনার ফলে লাভবান হবেন। বন্ধুদের সঙ্গে দূরের যাত্রা হতে পারে। পুরনো ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন। ছাত্রছাত্রীদের জন্য দিনটি ভালো। নিজের কাজে বিশ্বাস রাখবেন। কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত লাভ অর্জন করবেন।

বাংলাদেশ সময়: ১২:০৫:৫১   ২২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন : আলী রীয়াজ
মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে ইসি : মির্জা ফখরুল
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের চেয়েও তাদের ক্ষমতাকে গুরুত্বপূর্ণ মনে করে: জাতিসংঘ
ফের মা হওয়ার গুঞ্জন, ‘রহস্যময় উত্তর’ বুবলীর!
পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই
গণভোট প্রচারণা শুধু সরকারের নয়, সবার দায়িত্ব: উপদেষ্টা ফাওজুল কবির
‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে কাউকে ফ্যাসিবাদী হতে দেয়া যাবে না: উপদেষ্টা ফরিদা
ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি: রিজভী
মোংলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ যুবক আটক
পে স্কেল বাস্তবায়নে যা বললেন অর্থ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ