‘এটা ছিল উন্মত্ততা’, সিডনি হামলার বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘এটা ছিল উন্মত্ততা’, সিডনি হামলার বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী
শনিবার, ১৩ এপ্রিল ২০২৪



‘এটা ছিল উন্মত্ততা’, সিডনি হামলার বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী

সন্তানকে নিয়ে শপিং মলের ভেতর একটি ক্যাফেতে বসে ছিলেন এক লোক। দেখলেন, ছুরি হাতে এক ব্যক্তি শপিং মলে ঢুকলেন এবং একটু পরে দেখলেন, ছুরিধারী ব্যক্তিটি হঠাৎ মানুষকে এলাপাতাড়ি ছুরিকাঘাত করছেন। যেটা তার কাছে মনে হয়েছে, এক ধরনের উন্মত্ততা।

অষ্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টফিল্ড শপিং মলে ছুরি হাতে এক ব্যক্তির হামলার এমন বর্ণনা দিয়েছেন এই প্রত্যক্ষদর্শী।
স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) ৩টা ১০ মিনিটে ছুরিধারী ব্যক্তিটি ওয়েস্টফিল্ড শপিং মলে ঢোকেন। এরপর কয়েক মিনিট পরে ফিরে এসে তার তাণ্ডব শুরু করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এই প্রত্যক্ষদর্শী দেখলেন, ছুরিধারী ব্যক্তিটি হঠাৎ মানুষকে এলাপাতাড়ি ছুরিকাঘাত করার পর মানুষের চিৎকার, কান্না, ছোটাছুটি শুরু হয়।

এ সময় শত শত লোক দোকানের ভেতর লুকিয়ে থাকেন। একজন ছুরিকাঘাত করা নারীকে মেঝেতে পড়ে থাকতে দেখে তিনি বললেন, `এটা ছিল উন্মত্ততা’।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন প্রত্যক্ষদর্শী বলেছেন যে, তিনি চারপাশে ভয়ার্ত মানুষের চিৎকার শুনতে পেয়েছেন। এরপর একজন নারী পুলিশ অফিসার যিনি কাছেই দায়িত্ব পালন করছিলেন, লোকটির পেছনে পেছনে দৌড়াচ্ছেন।

সিডনির শপিং মলে ৬ জনকে হত্যা করেন হামলাকারী। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন। ছবি:সংগৃহীত

তিনি বলেন, একটি বড় ছুরি হাতে নিয়ে লোকটি আমাদের দিকে আসতে শুরু করেছিল এবং আমি শুনলাম, অফিসার বলছেন, ‘নিচু করে রাখ’ ‘নিচে রাখ’। এরপর এগিয়ে এসে অফিসারটি লোকটির মুখোমুখি হন। লোকটি তার দিকে হঠাৎ ছুরি উঁচিয়ে ধরেন। পরক্ষণেই তাকে গুলি করেন অফিসার।

লোকটি কেন শপিং মলে লোকদের উপর হামলা করেছিলেন তা এখনও স্পষ্ট নয়, তবে পুলিশ বলছে, সন্ত্রাসবাদের উদ্দেশ্য উড়িয়ে দেয়া যায় না।
আরও পড়ুন:সিডনিতে শপিংমলে হামলা, বহু হতাহতের শঙ্কা

এদিকে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সিডনি হামলার ঘটনায় হামলাকারীসহ এখন পর্যন্ত ৭জন নিহত হয়েছেন। আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ বলছে, আক্রমণকারীর বয়স ৪০ বছর হবে। এর বেশি কোন তথ্য জানানো হয়নি।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৯:১০:৪৪   ১৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
সীমান্তবর্তী প্রদেশে কারফিউ জারি করল থাইল্যান্ড
মিয়ানমারের রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা নিহত ৩১
বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী আলজেরিয়া
জাতিসংঘের বৈঠক থেকে আফগানিস্তানকে হুঁশিয়ারি দিলো পাকিস্তান
মরক্কোয় পাশাপাশি দুটি ভবনধসে নিহত অন্তত ২২
মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে অনুদান আসছে কোটি কোটি রুপি
জাপানে ভূমিকম্পে আহত ৩৩, সুনামি সতর্কতা প্রত্যাহার
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত
হামাসকে নিরস্ত্রীকরণের আগে গাজার শাসন ব্যবস্থা গঠন জরুরি: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ