‘এটা ছিল উন্মত্ততা’, সিডনি হামলার বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘এটা ছিল উন্মত্ততা’, সিডনি হামলার বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী
শনিবার, ১৩ এপ্রিল ২০২৪



‘এটা ছিল উন্মত্ততা’, সিডনি হামলার বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী

সন্তানকে নিয়ে শপিং মলের ভেতর একটি ক্যাফেতে বসে ছিলেন এক লোক। দেখলেন, ছুরি হাতে এক ব্যক্তি শপিং মলে ঢুকলেন এবং একটু পরে দেখলেন, ছুরিধারী ব্যক্তিটি হঠাৎ মানুষকে এলাপাতাড়ি ছুরিকাঘাত করছেন। যেটা তার কাছে মনে হয়েছে, এক ধরনের উন্মত্ততা।

অষ্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টফিল্ড শপিং মলে ছুরি হাতে এক ব্যক্তির হামলার এমন বর্ণনা দিয়েছেন এই প্রত্যক্ষদর্শী।
স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) ৩টা ১০ মিনিটে ছুরিধারী ব্যক্তিটি ওয়েস্টফিল্ড শপিং মলে ঢোকেন। এরপর কয়েক মিনিট পরে ফিরে এসে তার তাণ্ডব শুরু করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এই প্রত্যক্ষদর্শী দেখলেন, ছুরিধারী ব্যক্তিটি হঠাৎ মানুষকে এলাপাতাড়ি ছুরিকাঘাত করার পর মানুষের চিৎকার, কান্না, ছোটাছুটি শুরু হয়।

এ সময় শত শত লোক দোকানের ভেতর লুকিয়ে থাকেন। একজন ছুরিকাঘাত করা নারীকে মেঝেতে পড়ে থাকতে দেখে তিনি বললেন, `এটা ছিল উন্মত্ততা’।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন প্রত্যক্ষদর্শী বলেছেন যে, তিনি চারপাশে ভয়ার্ত মানুষের চিৎকার শুনতে পেয়েছেন। এরপর একজন নারী পুলিশ অফিসার যিনি কাছেই দায়িত্ব পালন করছিলেন, লোকটির পেছনে পেছনে দৌড়াচ্ছেন।

সিডনির শপিং মলে ৬ জনকে হত্যা করেন হামলাকারী। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন। ছবি:সংগৃহীত

তিনি বলেন, একটি বড় ছুরি হাতে নিয়ে লোকটি আমাদের দিকে আসতে শুরু করেছিল এবং আমি শুনলাম, অফিসার বলছেন, ‘নিচু করে রাখ’ ‘নিচে রাখ’। এরপর এগিয়ে এসে অফিসারটি লোকটির মুখোমুখি হন। লোকটি তার দিকে হঠাৎ ছুরি উঁচিয়ে ধরেন। পরক্ষণেই তাকে গুলি করেন অফিসার।

লোকটি কেন শপিং মলে লোকদের উপর হামলা করেছিলেন তা এখনও স্পষ্ট নয়, তবে পুলিশ বলছে, সন্ত্রাসবাদের উদ্দেশ্য উড়িয়ে দেয়া যায় না।
আরও পড়ুন:সিডনিতে শপিংমলে হামলা, বহু হতাহতের শঙ্কা

এদিকে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সিডনি হামলার ঘটনায় হামলাকারীসহ এখন পর্যন্ত ৭জন নিহত হয়েছেন। আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ বলছে, আক্রমণকারীর বয়স ৪০ বছর হবে। এর বেশি কোন তথ্য জানানো হয়নি।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৯:১০:৪৪   ১৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা নিরসনে বিলে ট্রাম্পের স্বাক্ষর
জাতিসংঘের অভিযোগ প্রত্যাখান করে কপ৩০ সম্মেলনে নিরাপত্তা বাড়াল ব্রাজিল
ফিলিস্তিনে মসজিদ ও পবিত্র কোরআনে অগ্নিসংযোগ, বিশ্বজুড়ে নিন্দা
ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি স্থগিত করল থাইল্যান্ড
দিল্লিতে পার্ক করা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
মালয়েশিয়া-থাই জলসীমায় নৌকাডুবিতে ১১ জনের মরদেহ উদ্ধার, বহু নিখোঁজ
সুপার টাইফুন ফাং-ওয়ং ফিলিপাইনে আঘাত হেনেছে
ধেয়ে আসছে সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’, সরিয়ে নেয়া হলো ১ লাখ বাসিন্দাকে
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি আগ্রাসন, নিহত ৬৯ হাজার ছাড়াল
বাংলাদেশ সীমান্তের কাছে তিনটি সেনাঘাঁটি নির্মাণ করেছে ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ