বিসিএসআইআর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা চুক্তি স্বাক্ষর

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিসিএসআইআর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা চুক্তি স্বাক্ষর
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪



বিসিএসআইআর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের মাঝে প্রযুক্তির সম্প্রসারণ ও পারস্পরিক গবেষণা সহযোগিতার জন্য একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল এবং বিসিএসআইআর-এর সদস্য (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, বিজ্ঞান গবেষণাকে এগিয়ে নিতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিকে ভালোবাসতে হবে।

তিনি আরও বলেন, কৃষি বিজ্ঞানীরা আজ কৃষি বিজ্ঞানকে ভালোবেসে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য নেতৃত্ব দিচ্ছে তেমনিভাবে আমাদেরও বিজ্ঞানকে ভালোবেসে বিজ্ঞান গবেষণায় নেতৃত্ব দিতে হবে।

বিশেষ অতিথির ভাষণে পরিষদের সদস্য (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন বলেন, বিজ্ঞান মনস্ক জাতি গঠনে বিসিএসআইআর তার মাল্টি গবেষণার মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সবাইকে সেই ধারা অব্যাহত রাখার জন্য আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে।
গবেষণা সমন্বয়কারী ড. অহেদুল আকবরের সঞ্চালনায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি), সদস্য (অর্থ), সদস্য (উন্নয়ন) ও পরিষদ সচিব ড. মো. সেলিম রেজা, বিভিন্ন গবেষণাগারের পরিচালকগণ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭:০৫:৫১   ২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাব মাদকের আখড়া: মঈনুদ্দিন
দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলনের প্রস্তুতিসভায় পররাষ্ট্র উপদেষ্টা
নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান
সেনাপ্রধানের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান : লুৎফুজ্জামান বাবর
দুধ আমদানি কমাতে সারাদেশে চিলিং পয়েন্ট স্থাপন করা হবে : ফরিদা আখতার
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত
জামালপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসির জরিমানা
১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ