‘অর্ধেক’ অস্ট্রেলিয়া-উইন্ডিজের ৪৭৯ রানের ম্যাচ

প্রথম পাতা » খেলাধুলা » ‘অর্ধেক’ অস্ট্রেলিয়া-উইন্ডিজের ৪৭৯ রানের ম্যাচ
শুক্রবার, ৩১ মে ২০২৪



‘অর্ধেক’ অস্ট্রেলিয়া-উইন্ডিজের ৪৭৯ রানের ম্যাচ

রানের জোয়ারে এবারের আইপিএল পূর্বের সব রেকর্ড ভেঙেছে। বলা হয়- আন্তর্জাতিক ক্রিকেট আইপিএলের ঢংয়ে চলে। এবারের টি-২০ বিশ্বকাপেও কি রানের ফোরায়া ছুটবে? ওই প্রশ্নের উত্তর এতোদিন যা-ই আসুক ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচ অবশ্য বড় রানের ইঙ্গিত দিয়েছে।

আইপিএল শেষ করে অস্ট্রেলিয়া দলের সকলে বিশ্বকাপ দলে যোগ দেননি। ওয়েস্ট ইন্ডিজও পূর্ণ শক্তির দল এখনও হাতে পায়নি। তারপরও প্রস্তুতি ম্যাচে দুই দল ৪৭৯ রানের টি-২০ ম্যাচ দেখিয়েছে।

পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে মাত্র ৪ উইকেট হারিয়ে ২৫৭ রান তোলে। দলটির হয়ে দু’বারের বিশ্বকাপ জয়ী ওপেনার জনসন চার্লস ৩১ বলে ৪০ রান করেন। তিনে নামা নিকোলাস পুরান খেলেন ২৫ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস। আটটি ছক্কা ও পাঁচটি চারের শট মারেন তিনি।

এছাড়া অধিনায়ক রোভম্যান পাওয়েল ২৫ বলে চারটি করে চার ও ছক্কার শটে ৫২ রান করেন। শেরফান রোদারফোর্ড ১৮ বলে ৪৭ রানের ইনিংস খেলেন। জবাব দিতে নেমে ৯ জনের অস্ট্রেলিয়া দল ৭ উইকেটে ২২২ রান তোলে। দলটির হয়ে ওপেনিংয়ে নামা স্পিনার অ্যাস্টন আগার ১৩ বলে ২৮ রান করেন। জস ইংগলিস ৩০ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। নাথান এলিস ২২ বলে ৩৯ রান করেন।

বাংলাদেশ সময়: ১৬:২৬:০৯   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


হংকংকে হারিয়ে এশিয়া কাপে উড়ন্ত শুরু বাংলাদেশের
ঋতুপর্ণা ঝলকে মিয়ানমারকে হারিয়ে মূল পর্বের দ্বারপ্রান্তে বাংলাদেশ
জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ
কোয়ার্টারে উঠে রিয়ালকে পেল ডর্টমুন্ড
ইন্টার মিলানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স
৭ গোলের থ্রিলার ম্যাচে আল হিলালের ইতিহাস, ম্যানসিটির বিদায়
পিএসজির বিপক্ষে বিধ্বস্ত মেসির মায়ামি, বিশ্বকাপ থেকে বিদায়
বাংলাদেশের কাছে ৭-০ গোলে হেরেছে বাহরাইন
এশিয়ান কাপ মিশনে আজ বাহরাইনের মুখোমুখি বাংলাদেশ
বেনফিকাকে উড়িয়ে চেলসি, স্বদেশি ক্লাবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পালমেইরাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ