বার্সার তিন কিংবদন্তির গোলের পরও পয়েন্ট হারাল মায়ামি

প্রথম পাতা » খেলাধুলা » বার্সার তিন কিংবদন্তির গোলের পরও পয়েন্ট হারাল মায়ামি
রবিবার, ২ জুন ২০২৪



বার্সার তিন কিংবদন্তির গোলের পরও পয়েন্ট হারাল মায়ামি

বাকি থাকলেন কেবল সার্জিও বুসকেটস, রোববার (২ জুন) ইন্টার মায়ামিতে বার্সেলোনার ‘চার কিংবদন্তি’ (লিওনেল মেসি, জর্দি আলবা, লুইস সুয়ারেজ ও সার্জিও বুসকেটস) গ্রুপের বাকি সবাই গোলের দেখা পেয়েছেন। সুয়ারেজ অবশ্য একটি আত্মঘাতী গোলও করেছেন, সেটাই তাদের এক পয়েন্ট হারানোর কারণ হয়ে দাঁড়ায়।

চেজ স্টেডিয়ামে সেন্ট লুইসের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। লুইসের বাকি ২টি গোল ক্রিস ডারকিন ও ইন্ডিয়ানা ভাসিলেভের। পয়েন্ট ভাগাভাগি হলেও টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে মেসির দল। ইস্টার্ন কনফারেন্স লিগে ১৮ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৫।

পয়েন্ট হারানোর ম্যাচে তিন-তিন বার পিছিয় পড়ে ইন্টার মায়ামি। ১৫ মিনিটে প্রথম বার ডারকিনের গোলে পিছিয়ে পড়া। ১০ মিনিট পর মেসি সমতায় ফেরান মায়ামিকে। বার্সায় যেভাবে ম্যাচের পর ম্যাচ অ্যাসিস্ট করে যেতেন, তেমন আরেকটি অ্যাসিস্ট করেন আলবা। বিরতির আগে আরও একবার এগিয়ে যায় লুইস, ৬ মিনিট পর জর্দি আলবার সহায়তায় ম্যাচে সমতা টানেন সুয়ারেজ।

৬৮ মিনিটে দুর্ঘটনা ঘটান উরুগুয়ে স্ট্রাইকার। নিজেদের জালেই এ সময় গোল করে বসেন তিনি। ভাগ্য ভালো যে শেষ বাঁশি বাজার মিনিট-পাচেক আগে সেন্ট লুইসের গায়ে আলবা একটা পেরেক ঠুকতে সক্ষম হন। ভার রিভিউ দেখে রেফারি গোলের সিদ্ধান্ত নিলে এক পয়েন্ট পেয়ে ম্যাচ শেষ করে ডেভিড বেকহ্যামের দল। ওয়েস্টার্ন কনফারেন্স লিগে ১৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে সেন্ট লুইস।

বাংলাদেশ সময়: ১১:০৯:২৯   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
ইউনাইটেডের দুর্দশা কাটছেই না, এবার হারল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে
ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে এক লাফে টেবিলের দুইয়ে বার্সেলোনা
এবার কর্নার থেকে সরাসরি গোল ডি মারিয়ার
মেসির পেনাল্টি মিসের দিনে ২১ বছরের তরুণের কাছে বিধ্বস্ত মায়ামি
নিশাঙ্কার ফিফটিতে বাংলাদেশকে সহজেই হারাল শ্রীলঙ্কা
জুবিমেন্ডি ও ইয়োকেরেশের গোলে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী তানজিম সাকিব
বিরতি শেষে ইউরোপীয় জায়ান্টদের কারা কখন মাঠে নামছে
বিশ্বকাপের টিকিট পেতে ২৪ ঘণ্টায় দেড় মিলিয়ন আবেদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ