দুর্নীতি-চোরাচালান-চাঁদাবাজি করাটা এখন স্বাভাবিক হয়ে গেছে : জিএম কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্নীতি-চোরাচালান-চাঁদাবাজি করাটা এখন স্বাভাবিক হয়ে গেছে : জিএম কাদের
রবিবার, ২ জুন ২০২৪



দুর্নীতি-চোরাচালান-চাঁদাবাজি করাটা এখন স্বাভাবিক হয়ে গেছে : জিএম কাদের

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশে এখন অন্যায়-অবিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠিত হচ্ছে। স্বাভাবিক জিনিস স্বাভাবিক ভাবে চলছে না। যারা দুর্নীতি করছে, অর্পকর্মের সঙ্গে জড়িত, চাঁদাবাজি ও চোরাচালানের সঙ্গে জড়িত তারা যেন স্বাভাবিক হয়ে গেছে। আর সৎ ও দেশ প্রেমীরা অস্বাভাবিক হিসেবে গণ্য হচ্ছে।

রবিবার (২ জুন) দুপুরে সোনারগাঁয়ে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪ তম তিরোধান উৎসব পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। পরিদর্শনে এসে বারদীতে অবস্থিত লোকনাথ আশ্রম ঘুরে দেখেন তিনি। পরে লোকনাথ ব্রহ্মচারীর জীবনী ও কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করেন। এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যানকে স্বাগত জানান সাবেক এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানুসহ স্থানীয় নেতাকর্মীরা।

তিরোধান উৎসব পরিদর্শনের সময় জিএম কাদের বলেন, আইন সকলের জন্য সমান থাকছে না, এক শ্রেণীর মানুষ সব সময় আইনের উর্ধ্বে থাকছে। উপর থেকে নির্দেশিত না হলে অনেক অপরাধী আইনের আওতায় আসছে না। এটি আইনের শাসন ও ন্যায় বিচার ভিত্তিক ব্যবস্থা নয় ফলে সুশাসন হচ্ছে না।

উল্লেখ্য, লাখো ভক্তের সমাগম আর ব্যপক আয়োজনের মধ্য দিয়ে মানবহিতৈষীখ্যাত মহাযোগী পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর এই তিরোধান উৎসব তিনদিন ব্যাপী পালিত হচ্ছে। উৎসবকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৪৭   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পিআর পদ্ধতি জনমনে বিভ্রান্তি তৈরি করবে : রুহুল কবির রিজভী
কাতার ও ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাল বাংলাদেশ
“নাগরিক অধিকার সুরক্ষায় চাই অভিন্ন পারিবারিক আইন”
ফ্যানে ঝুলছিলেন যুবক, খাটে স্ত্রী-সন্তানের লাশ
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
দুর্গাপূজা ঘিরে সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
জনগণের ম্যান্ডেট না নিয়ে কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে: আমীর খসরু
ইইউ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ