যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

প্রথম পাতা » খেলাধুলা » যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
রবিবার, ২৩ জুন ২০২৪



যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় পেয়েছে তারা।

বার্বাডোজে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি যুক্তরাষ্ট্র। দলীয় নয়রানের সময় আন্দ্রেস গাউসকে তুলে নিয়ে ইংল্যান্ডকে উচ্ছ্বাসে ভাসান রিচ টপলি।
দ্বিতীয় উইকেটে ৩৪ রান যোগ করেন স্টিভেন টেলর ও নিতিশ কুমার। এটাই যুক্তরাষ্ট্রের ইনিংসের সর্বোচ্চ জুটি। টেলরকে মঈন আলির দুর্দান্ত এক ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙেন স্যাম কারেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে যুক্তরাষ্ট্র।
ফলে রানের গতিও বাড়েনি সে অর্থে।

১৯তম ওভারে চার উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রকে গুটিয়ে দেন ক্রিস জর্ডান। এরমধ্যে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে টানা তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এই পেসার। বিশ্বকাপের ইতিহাসে নবম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন জর্ডান।
তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের স্বাদ পাওয়া ইংল্যান্ডের প্রথম বোলার তিনি। যুক্তরাষ্ট্রের ইনিংসে সর্বোচ্চ ৩০ রান আসে নিতিশের ব্যাট থেকে। তাঁর ২৪ বলের ইনিংসে ২টি ছক্কা ও একটি চারের মার রয়েছে। এ ছাড়া কোরি অ্যান্ডারসন ২৯ ও হারমিত সিং ২১ রান করেন।

যুক্তরাষ্ট্রের দেওয়া ছোট লক্ষ্য মাত্র ৯.৪ ওভারে তাড়া করে ফেলে ইংল্যান্ড।
যুক্তরাষ্ট্রের বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়ে ৩৮ বলে ৭ ছক্কা ও ৬ চারে ৮৩ রানের বিষ্ফোরক ইনিংস খেলে অপরাজিত থাকেন বাটলার। তাঁর সঙ্গী ফিল সল্ট ২১ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ২৩:৫১:২৪   ১৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার
এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ইতিহাস গড়া জয়
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
ইউনাইটেডের দুর্দশা কাটছেই না, এবার হারল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে
ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে এক লাফে টেবিলের দুইয়ে বার্সেলোনা
এবার কর্নার থেকে সরাসরি গোল ডি মারিয়ার
মেসির পেনাল্টি মিসের দিনে ২১ বছরের তরুণের কাছে বিধ্বস্ত মায়ামি
নিশাঙ্কার ফিফটিতে বাংলাদেশকে সহজেই হারাল শ্রীলঙ্কা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ