বিআরআরআই’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিআরআরআই’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর
রবিবার, ২৩ জুন ২০২৪



বিআরআরআই’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিআরআরআই) ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।গাজীপুরে বিআরআরআই’র সদর দপ্তরের প্রশিক্ষণ ভবনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এর মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সঙ্গে সকল বিভাগ, শাখা, আঞ্চলিক কার্যালয়, প্রকল্প এবং কর্মসূচিসমূহের প্রধানদের মধ্যে পৃথকভাবে চুক্তি স্বাক্ষর হয়।
এসময় বিআরআরআই’র পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ, এপিএ’র ফোকাল পয়েন্ট এবং কৃষি পরিসংখ্যান বিভাগের প্রধান ড. মো. ইসমাইল হোসেন, বিকল্প ফোকাল পয়েন্ট মো. মাহফুজ বিন ওয়াহাবসহ এপিএ টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মো. শাহজাহান কবীর বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বিআরআরআই। বর্তমানে খাদ্য উদ্বৃত্তের জায়গায় চলে আসছে। এটা জাতির জন্য খুবই স্বস্তিদায়ক বিষয়। খাদ্য নিরাপত্তা টেকসই করতে গবেষণা আরও জোরদার করতে হবে। এপিএ চুক্তিতে উল্লেখিত বিষয়গুলোকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে ২০২২-২৩ অর্থ বছরের এপিএ চুক্তি স্বাক্ষরকারী বিভাগ, শাখা, আঞ্চলিক কার্যালয়, প্রকল্প এবং কর্মসূচিসমূহের মধ্যে প্রথম স্থান অধিকারী অধিক ফলনশীল হাইব্রিড ধানের জাত উদ্ভাবন, গবেষণা ও আধুনিকায়ন প্রকল্প, দ্বিতীয় স্থান অধিকারী যৌথভাবে কৃষি পরিসংখ্যান বিভাগ ও ফলিত গবেষণা বিভাগ এবং তৃতীয় স্থান অধিকারী উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধানের হাতে পুরস্কার তুলে দেন মহাপরিচালক।
আঞ্চলিক কার্যালয় ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে বিআরআরআই’র আঞ্চলিক কার্যালয় কুমিল্লা, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে গোপালগঞ্জ এবং রংপুর।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৪১   ১৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আটলান্টিকে দুটি তেলবাহী জাহাজ আটক যুক্তরাষ্ট্রের
রাজনীতিতে প্রথম নারীর ক্ষমতায়ন চেয়েছিলেন খালেদা জিয়া : জয়নুল আবেদীন
সরিষাবাড়ীতে ​গরু চুরির চেষ্টাকালে ২ যুবক আটক, পুলিশে সোপর্দ
খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আর আসবেন না : শামা ওবায়েদ
খালেদা জিয়া ছিলেন উপমহাদেশের অন্যতম আপসহীন রাজনীতিবিদ : ড. জিয়াউদ্দিন
ঘোষিত সময়সীমার মধ্যেই বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা: নজরুল ইসলাম খান
খালেদা জিয়া গণতন্ত্রের মশাল তারেক রহমানের হাতে দিয়ে গেছেন : আমীর খসরু
তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
জামালপুরে যমুনা-ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, নির্বিকার প্রশাসন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ