কলকাতায় উরাধুরা নাচলেন শাকিব-মিমি

প্রথম পাতা » ছবি গ্যালারী » কলকাতায় উরাধুরা নাচলেন শাকিব-মিমি
শুক্রবার, ৫ জুলাই ২০২৪



কলকাতায় উরাধুরা নাচলেন শাকিব-মিমি

বাংলাদেশসহ বিশ্বের ১৫ দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর ভারতে মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘তুফান’। তাই তো সিনেমাটি মুক্তির আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় জমে উঠলো টালিগঞ্জ। এদিন কলকাতায় সিনেমার প্রচারে দেখা গেছে তুফানি নায়ক শাকিব খান ও মিমি চক্রবর্তীকে। সেখানে ‘তুফান’র প্রিমিয়ার শো-এর আগে ‘দুষ্টু কোকিল’ ও ‘লাগে উরাধুরা’ গানে নাচলেন এই জুটি। যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, প্রিমিয়ার শো-এর আগে সংবাদ সম্মেলনে যোগ দিতে কনফারেন্স রুমে প্রবেশ করেন শাকিব ও মিমি ও রায়হান রাফী। এ সময় তাদের স্বাগত জানানো হয়। কনফারেন্স রুমে উপস্থিত সকলকেও শুভেচ্ছা জানান তারা। তখন ‘তুফান’ সিনেমার দুষ্টু কোকিল গানটি বাজছিল। গানটির তালে তালে এ সময় দুষ্টু কোকিলের স্টেপ এ নাচতে থাকেন মিমি চক্রবর্তী। এরপর পরিচয় পর্ব শেষ হলে শুরু হয় ফটোসেশন। এ সময় শাকিব-মিমি যুগলবন্দি হয়ে পোজ দেন ক্যামেরায়। এরপর সিনেমাটির প্রচারের মূল কার্যক্রম শুরু হয়, একে একে নিজেদের বক্তব্য তুলে ধরেন শাকিব-মিমিরা।

প্রেস মিটে পর্যায়ক্রমে কথা শুরু করেন রায়হান রাফী। এরপর মিমি চক্রবর্তী এবং শেষে শাকিব খান তাদের প্রচারমূলক বক্তব্য সম্পন্ন করেন।

তাদের সকলের বক্তব্য শেষ হওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপের পর্ব শুরু হয়। এ সময় উপস্থিত একজন সাংবাদিক মিমি চক্রবর্তীকে নাচের পারফর্ম দেখানোর জন্য অনুরোধ করেন। এতে রাজিও হয়ে যান মিমি। কিন্তু সাথে শর্ত জুড়ে দেন অভিনেত্রী। মিমি বলেন, ‘আমি রাজি, ডান্স পারফরমেন্স হবে; কিন্তু আপনাদেরকেও নাচতে হবে, আপনারা রেডি? তাহলে আমিও রেডি।’

এরপর বাজিয়ে দেওয়া হয় তুফান সিনেমার টাইটেল সং ‘লাগে উরাধুরা’। নাচের প্রস্ততি নেন শাকিব-মিমি। গানটি শুরু হতেই ডান্স স্টেপ নিতে শুরু করেন মিমি। এ সময় মিমির দিকে তাকিয়ে নাচতে শুরু করেন শাকিব।

শাকিব-মিমি জুটির এই নাচ দেখে অত্যন্ত আনন্দিত হন উপস্থিত সাংবাদিকসহ সকলেই। গানের সঙ্গে গলাও মেলান তারা।

উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে গেছে তুফানের গল্প।

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:৩৫   ১৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তফসিল ঘোষণা গণতন্ত্রের নতুন অধ্যায় : মির্জা ফখরুল
ইসলামপুরে কুড়িয়ে পাওয়া শিশুকে দত্তক নিতে ৪৫টি আবেদন
তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন সৈয়দা রিজওয়ানা হাসান
বিজয় দিবস উদযাপনে বিশেষ কর্মসূচির প্রস্তুতি
লটারিতে স্কুলে ভর্তির সুযোগ পেল ৩ লাখের বেশি শিক্ষার্থী
জাল ভিসা দিয়ে দেড় কোটি টাকা প্রতারণা, যুবক গ্রেপ্তার
এমবাপ্পের রেকর্ড ভাঙলেন ইয়ামাল
বার্নাব্যুতে রিয়ালকে হারাল ম্যানসিটি
সরিষাবাড়ীতে চোরকে চিনে ফেলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূকে শ্বাসরোধে‌ হত্যা
জাতিসংঘ পরিবেশ সম্মেলনে প্লাস্টিক দূষণ রোধে শক্তিশালী বৈশ্বিক উদ্যোগের দাবি বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ