কুড়িগ্রামে বন্যার্তদের পাশে র‌্যাবের মহাপরিচালক

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুড়িগ্রামে বন্যার্তদের পাশে র‌্যাবের মহাপরিচালক
রবিবার, ১৪ জুলাই ২০২৪



কুড়িগ্রামে বন্যার্তদের পাশে র‌্যাবের মহাপরিচালক

কুড়িগ্রামের চরাঞ্চলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হারুন অর রশিদ। দেওয়া হয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবাও। বন্যার সংকটকালীন সময়ে ত্রাণ ও স্বাস্থ্যসেবা পেয়ে খুশি চরবাসী। আর বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা জানায় সরকারি সংস্থাটি।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় দুই সপ্তাহ বন্যাকবলিত থাকার পর নদ-নদীর পানি হ্রাস পাওয়ায় জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও খাদ্য সংকটে পড়েছেন জেলার ৯ উপজেলার প্রায় দুই লক্ষাধিক মানুষ। এ অবস্থায় বন্যাকবলিতদের মাঝে সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত থাকলেও সবার ভাগ্যে তা জুটছে না। এই পরিস্থিতিতে ত্রাণ সহায়তা নিয়ে চরাঞ্চলের বন্যার্তদের মাঝে হাজির হয়েছেন র‌্যাবের মহাপরিচালক। ব্রহ্মপুত্র নদের পাড়ে অসহায় বন্যা দুর্গতদের হাতে ত্রাণের প্যাকেট তুলে দেন র‌্যাবের মহাপরিচালসহ অন্যান্যরা। আর সেই ত্রাণের প্যাকেট মাথায় নিয়ে পানি মাড়িয়ে বাড়িতে ফিরেছেন বন্যার্তরা।

রোববার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুরে সহস্রাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণের প্যাকেট তুলে দেওয়া হয়। দুঃসময়ে এসব ত্রাণ সহায়তাসহ স্বাস্থ্যসেবা পেয়ে খুশি চরাঞ্চলের বন্যা দুর্গতরা।

চর যাত্রাপুরের বাসিন্দা মেহেরা বেগম বলেন, ‘১৫ দিন ধরে বানের পানিতে আছি। কোনো কাজকাম নাই। খাবারও শেষ হয়ে গেছে। কোনো সহযোগিতাও মেলে নাই। আজ রোববার একটা ত্রাণের প্যাকেট পেয়েছি। এটা আমাদের খুব উপকারে আসবে।’

সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, আমার ইউনিয়নে ১২ হাজার পরিবার বন্যাকবলিত। তাদের মধ্যে মাত্র দেড় হাজার পরিবারকে সরকারি সহায়তা দেওয়া সম্ভব হয়েছে। র‍্যাবের পক্ষ থেকে যে সহায়তা দেওয়া হলো তা বন্যার্তদের উপকারে আসবে। আরও সরকারি-বেসরকারি সহায়তা প্রয়োজন।

ত্রাণ বিতরণের পর র‍্যাবের মহাপরিচালক হারুন অর রশিদ বলেন, র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে জঙ্গি, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার করে জনগণের মাঝে আস্থা অর্জন করেছে। এর পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে র‍্যাব সর্বদা আন্তরিক।

ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, আটা, চিড়া, মুড়ি, গুড়, বিস্কিটসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৭:২১:৫৭   ১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
আদালতে দায় স্বীকার করলেন সাবেক সিইসি নুরুল হুদা
ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হবে : পরিবেশ উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ঐতিহাসিক পটপরিবর্তন : সমাজকল্যাণ উপদেষ্টা
জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য মাসুদুজ্জামানের দোয়া ও মিলাদ
হালদা পাড়ে তামাক চাষ বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
প্রকৃত গণতন্ত্র নিশ্চিত হলেই বৈষম্য নিরসন হয় : গণশিক্ষা উপদেষ্টা
ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার
জামালপুরে ভর্তুকি দিয়ে ১৮ হাজার আগ্রাসী চারাগাছ নিধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ