নির্বাচনকে ঘিরে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

প্রথম পাতা » চট্টগ্রাম » নির্বাচনকে ঘিরে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬



নির্বাচনকে ঘিরে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সীমান্তজুড়ে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। কুমিল্লা সেক্টর সদর দফতরের অধীনে সব ব্যাটালিয়ন সীমান্তজুড়ে অবৈধ অস্ত্র, চোরাচালান রোধসহ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে কাজ করছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ফেনীর দাগনভূঞার জায়লস্কর-৪ বিজিবির সদর দফতরে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন।

তিনি বলেন, ‘বিজিবি কুমিল্লা সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকায় ৬টি জেলার (ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী) ৫৩টি উপজেলায় ৩৪টি সংসদীয় আসনের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে ফেনী জেলার সীমান্তবর্তী ৩টি উপজেলায় সেনাবাহিনী ব্যতিত এককভাবে দায়িত্ব পালন করবে।’

অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন বলেন, ‘সীমান্তবর্তী ৯টি উপজেলাসহ আরও ৪১ উপজেলায় সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে ‘মোবাইল স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি। এরমধ্যে কুমিল্লা সেক্টরের অধীনে ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির আওতায় ১৯ উপজেলার ১২টি সংসদীয় আসন, কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবির আওতায় ২২ উপজেলার ১৪টি সংসদীয় আসন, সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির আওতায় ৫টি উপজেলার ৩টি সংসদীয় আসন এবং সুলতানপুর ব্যাটালিয়নের আওতায় ৬ বিজিবির আওতায় ৭ উপজেলায় ৫টি সংসদীয় আসনে পহেলা ফেব্রুয়ারির মধ্যে ১০২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

এ সময় মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসনের সহায়তায় স্থাপিত অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করে নির্বাচনে মোবাইল ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করবে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতে কুমিল্লা সেক্টরের মধ্যে ৩২৭ কিলোমিটার এলাকাজুড়ে অস্ত্র-গোলাবারুদ, মাদকদ্রব্যসহ চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশরোধে অভিযান অব্যাহত আছে বলেও জানান বিজিবির সিইও লে. কর্নেল মোশারফ হোসেন।

এ সময় ৪-বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫০:৫১   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নির্বাচনকে ঘিরে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
নির্বাচনের সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত : ইসি সানাউল্লাহ
আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলের : সালাহউদ্দিন আহমদ
আমদানি বাড়লেও নাগালের বাইরে খেজুর, দাম কমছে না কেন?
আওয়ামী লীগ নিজের কবর নিজেই রচনা করেছে : সালাহউদ্দিন
তরুণদের কর্মসংস্থানে ফেনীতে ইপিজেড করতে চাই : তারেক রহমান
বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান
যুবককে বাসায় ডেকে নিয়ে ৬ টুকরো করলেন নারী
আমাকে দিয়ে আর যাই হোক, চাঁদাবাজি-টেন্ডারবাজি ও দুর্নীতি সম্ভব না: হাসনাত আব্দুল্লাহ
উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি: সালাহউদ্দিন আহমদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ