ইংল্যান্ড দলের নতুন দায়িত্বে অ্যান্ডারসন

প্রথম পাতা » খেলাধুলা » ইংল্যান্ড দলের নতুন দায়িত্বে অ্যান্ডারসন
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪



ইংল্যান্ড দলের নতুন দায়িত্বে অ্যান্ডারসন

কয়েক দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন জেমস অ্যান্ডারসন। সাবেক এই পেসারকে বাইশ গজে আর দেখা না গেলেও থাকবেন জাতীয় দলের সঙ্গেই। পেসারদের মেন্টর বা পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে শেষবারের মতো ইংল্যান্ডের জার্সি পরেছেন টেস্ট ক্রিকেটে ১৮৮ ম্যাচে ৭০৪ উইকেট নেয়া এই পেসার। আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে মেন্টর হিসেবে থাকছেন অ্যান্ডারসন।

এরপর তাকে এই ভূমিকায় দেখা যাবে কিনা, সেটি অবশ্য নিশ্চিত করেনি ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্ডারসনের বিদায়ী ম্যাচে অভিষেক হয় তরুণ পেসার গাট অ্যাটকিনসনের।

সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে অ্যাটকিনসন নেন ১২ উইকেট। এদিকে অ্যান্ডারসন অবসর নেয়ায় দ্বিতীয় টেস্ট দলে জায়গা পেয়েছেন মার্ক উড। তার সঙ্গে ট্রেন্টব্রিজে, সিরিজের দ্বিতীয় টেস্টে জুটি গড়বেন অ্যাটকিনসন।

এদের দিকনির্দেশনা দেয়া এবং দেখভাল করার দায়িত্বেই থাকবেন অ্যান্ডারসন। এদিকে ইংল্যান্ডের হয়ে খেলা ছাড়ার ঘোষণা দিলেও কাউন্টি চ্যাম্পিয়নশিপে এখনও ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন। টেস্ট ক্রিকেট ছাড়লেও তিনি প্রথম শ্রেণির ক্রিকেট এখনই ছাড়বেন কি না, সেটা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে।

যদিও এই ব্যাপারে কিছুদিন আগে ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি জানিয়েছিলেন লর্ডস টেস্টের পরই ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অ্যান্ডারসন, ‘সে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলবে কি খেলবে না, সে বিষয়ে লর্ডস টেস্টের পরেই সিদ্ধান্ত নেবে।’

বাংলাদেশ সময়: ১৬:০১:০৬   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভারত-পাকিস্তান সংঘাত: পরিবর্তন হচ্ছে পাঞ্জাব-মুম্বাই ম্যাচের ভেন্যু
রোমাঞ্চে ভরা সেমিফাইনালে শেষ পর্যন্ত বার্সাকে টপকে গেল ইন্টার
নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের
পাক-ভারত সংঘাত: অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যোগাযোগ রাখছে বাফুফে
২০ বছর পর লিভারপুল ছাড়ছেন অ্যালেক্সান্ডার–আর্নল্ড, গন্তব্য রিয়াল
মেসি-সুয়ারেজের নৈপুণ্যে বড় জয় পেল মায়ামি
উড়ছেন রাফিনিয়া, শিরোপার পথে আরও একধাপ এগিয়ে বার্সা
আবরারের সেঞ্চুরিতে বড় জয় বাংলাদেশি যুবাদের
ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ