ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড ঘোষণা

প্রথম পাতা » খেলাধুলা » ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড ঘোষণা
বুধবার, ৩১ জুলাই ২০২৪



ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড ঘোষণা

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ১৬ সদস্যের শ্রীলঙ্কা দলের অধিনায়ক করা হয়েছে চারিথ আসালাঙ্কাকে।

শ্রীলঙ্কার স্পিন অলরাউন্ডার হাসারাঙ্গা দায়িত্ব ছাড়ার পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব দেয়া হয় চারিথ আসালাঙ্কাকে। তবে তার অধীনে প্রথম সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। তবুও ওয়ানডে সিরিজের জন্য সেই আসালাঙ্কাকেই দায়িত্বে বসানো হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে আসালাঙ্কাকে ওয়ানডে দলের অধিনায়ক করে এসএলসি জানিয়েছে, ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা রমেশ মেন্ডিস, দিনেশ চান্দিমাল, দাসুন শানাকা, কুশল পেরেরা এবং চামিন্দু বিক্রমাসিংহে ওয়ানডে দলে জায়গা পাননি। তাদের পরিবর্তে সাদিরা সামারাবিক্রমা, চামিকা করুনারত্নে, জেনেথ লিয়ানাগে, নিশান মাদুশকা এবং আকিলা ধনঞ্জয়াকে ওয়ানডে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আগামী ২ আগস্ট শুরু হবে শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে স্বাগতিক শ্রীলঙ্কা।

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জেনিথ লিয়ানাগে, নিশান মাদুশকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়াল্লাগে, চামিকা করুনারত্মে, মাহিশ থিকশানা, আকিলা ধনাঞ্জয়া, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, আসিথা ফার্নান্ডো।

বাংলাদেশ সময়: ১৩:৩৯:৩৫   ২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


১০ বছর পর ইংল্যান্ডকে হারের স্বাদ দিলো শ্রীলঙ্কা
ভারত সিরিজের সম্ভাব্য বাংলাদেশ দল
সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের শুরুর একাদশে দুই পরিবর্তন
গ্রিনের ক্যারিয়ার সেরা পারফরমেন্সে স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া
বিশ্বকাপ বাছাই: রড্রিগোর একমাত্র গোলে জয়ে ফিরলো ব্রাজিল
নেশন্স লিগ: ফ্রান্সকে উড়িয়ে দিয়েছে ইতালি, ডি ব্রুইনার দুই গোলে বেলজিয়ামের জয়
ইংলিশের রেকর্ড সেঞ্চুরিতে স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া
দ্বিতীয় ম্যাচেও জয় ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশ
সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ, জয় পেতে আত্মবিশ্বাসী কাবরেরা
বিশ্ব ক্রিকেটে প্রশংসায় ভাসছেন টাইগাররা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ