নারায়ণগঞ্জে যান চলাচল বন্ধ, পুলিশ বক্স-গার্মেন্টসে ভাঙচুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে যান চলাচল বন্ধ, পুলিশ বক্স-গার্মেন্টসে ভাঙচুর
রবিবার, ৪ আগস্ট ২০২৪



নারায়ণগঞ্জে যান চলাচল বন্ধ, পুলিশ বক্স-গার্মেন্টসে ভাঙচুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে অসহযোগ আন্দোলনের প্রথম দিন সকাল থেকে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক ও বিভিন্ন মহাসড়ক অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা। ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টায় বিভিন্ন এলাকা থেকে লাঠিসোঁটা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে চাষাড়া বিজয় স্তম্ভ চত্বরে এসে অবস্থান নেয় কয়েক হাজার আন্দোলনকারী। তাদের মধ্যে শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও যোগ দেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভকারীরা লাঠিসোঁটা ও লোহার রড হাতে নিয়ে নগরীর চাষাড়ায় পুলিশ বক্স ও রাইফেল ক্লাবে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

এর আগে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে আয়কর অফিস ও জেলা পরিষদ কার্যালয়সহ আশপাশের বিভিন্ন গার্মেন্টস কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে বিক্ষোভকারীরা।

পরে তারা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার কার্যালয়ে হামলার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও শটগানের রাবার বুলেট ছুড়ে।

এ অবস্থায় শহরজুড়ে আতংক বিরাজ করছে। নগরীতে সাধারণ মানুষের চলাচল খুবই কম। তবে এখন পর্যন্ত কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:০৪   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জের বন্দরে খাদ্য গুদাম পরিদর্শন করলেন, খাদ্য উপদেষ্টা
উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের
আগে জাতীয় নির্বাচনের দাবি ১২ দলীয় জোটের
মহাসমাবেশ থেকে বিক্ষোভ কর্মসূচির ডাক হেফাজতের
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
সাতক্ষীরায় সীমান্ত থেকে শাড়ি, ওষুধ-সহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ
ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা
উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কাজের গুণগত মান : ফয়েজ আহমদ তৈয়্যব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ