ফরিদপুর শহরের সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আনসার ও ভিডিপির সদস্যদের পাশাপাশি ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। এ ছাড়াও শহর পরিষ্কারের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন তারা।
গত দুই দিন ধরে শহরে কোনো ট্রাফিক পুলিশ না থাকায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থীরা এবং আনসার ও ভিডিপির সদস্যবৃন্দ এই দায়িত্ব পালন করেন। এ ছাড়া ইসলামিক আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবকবৃন্দও এ কার্যক্রমে অংশ নেন। শহরের যেসব গুরুত্বপূর্ণ মোড়ে উল্লেখিত ব্যক্তিবর্গ দায়িত্ব পালন করছেন তার মধ্যে শহরের রাজবাড়ী রাস্তার মোড়, ভাঙ্গা রাস্তার মোড়, হাজরাতলার মোড়, আলীপুরের মোড় ও জনতা ব্যাংকের মোড় অন্যতম।
এতে অংশগ্রহণকারী বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, আমাদের শহর আমাদেরই যানজটমুক্ত ও পরিষ্কার রাখতে হবে। এজন্যই আমরা ট্রাফিকের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়েছি। এ ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পেরে আমরা খুশি। শহরে যাতে কোনোরকম যানজট না হয় ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে তারা এ কার্যক্রমে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারী প্রায় সবার হাতেই প্লাস্টিকের ঝুরি প্লাস্টিকের বেলচা দেখা যায়।
জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট নাদীরা ইয়াসমিন জানান, শহরের রাজবাড়ী রাস্তার মোড়, ভাঙ্গা রাস্তার মোড়, জনতা ব্যাংকের মোড় ও সুপার মার্কেটের সামনে ২৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে চারজন ব্যাটেলিয়ন এবং ২০ জন সাধারণ আনসার সদস্য।
নাদীরা ইয়াসমিন আরও জানান, ফরিদপুরের চরভদ্রাসন, সদরপুর ও মধুখালীতে ২৮ জন আনসার সদস্যকে নিরাপত্তা দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৬ জন ব্যাটালিয়ন এবং ১২ জন সাধারণ আনসার সদস্য।
বাংলাদেশ সময়: ১৮:১১:১৫ ৪৯ বার পঠিত