ফরিদপুরে আনসার-ভিডিপির সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে আনসার-ভিডিপির সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা
বুধবার, ৭ আগস্ট ২০২৪



ফরিদপুরে আনসার-ভিডিপির সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

ফরিদপুর শহরের সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আনসার ও ভিডিপির সদস্যদের পাশাপাশি ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। এ ছাড়াও শহর পরিষ্কারের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন তারা।

গত দুই দিন ধরে শহরে কোনো ট্রাফিক পুলিশ না থাকায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থীরা এবং আনসার ও ভিডিপির সদস্যবৃন্দ এই দায়িত্ব পালন করেন। এ ছাড়া ইসলামিক আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবকবৃন্দও এ কার্যক্রমে অংশ নেন। শহরের যেসব গুরুত্বপূর্ণ মোড়ে উল্লেখিত ব্যক্তিবর্গ দায়িত্ব পালন করছেন তার মধ্যে শহরের রাজবাড়ী রাস্তার মোড়, ভাঙ্গা রাস্তার মোড়, হাজরাতলার মোড়, আলীপুরের মোড় ও জনতা ব্যাংকের মোড় অন্যতম।

এতে অংশগ্রহণকারী বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, আমাদের শহর আমাদেরই যানজটমুক্ত ও পরিষ্কার রাখতে হবে। এজন্যই আমরা ট্রাফিকের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়েছি। এ ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পেরে আমরা খুশি। শহরে যাতে কোনোরকম যানজট না হয় ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে তারা এ কার্যক্রমে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারী প্রায় সবার হাতেই প্লাস্টিকের ঝুরি প্লাস্টিকের বেলচা দেখা যায়।

জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট নাদীরা ইয়াসমিন জানান, শহরের রাজবাড়ী রাস্তার মোড়, ভাঙ্গা রাস্তার মোড়, জনতা ব্যাংকের মোড় ও সুপার মার্কেটের সামনে ২৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে চারজন ব্যাটেলিয়ন এবং ২০ জন সাধারণ আনসার সদস্য।

নাদীরা ইয়াসমিন আরও জানান, ফরিদপুরের চরভদ্রাসন, সদরপুর ও মধুখালীতে ২৮ জন আনসার সদস্যকে নিরাপত্তা দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৬ জন ব্যাটালিয়ন এবং ১২ জন সাধারণ আনসার সদস্য।

বাংলাদেশ সময়: ১৮:১১:১৫   ৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত ৪, কয়েক ডজন আহত
অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি
লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত, আহত ২০জন
নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরে পোশাক কারখানা পরিস্থিতি স্বাভাবিক: প্রধান উপদেষ্টার কার্যালয়
ডেঙ্গু মোকাবিলায় সরকারকে দ্রুততার সঙ্গে বড় ধরনের কার্যক্রম নিতে হবে: রিজভী
অর্থনীতিতে নোবেল পেলেন ডরন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন ও জেমস এ রবিনসন
পূজার পরপরই দেশের বাইরে যাচ্ছেন মিম
গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা-গ্রেফতার না করার নির্দেশ
কারিশমার প্রথম ক্র্যাশসহ ৪ ‘গোপন তথ্য’ ফাঁস করলেন বোন কারিনা
সালমান-আনিসুলসহ ১৪ জনকে পৃথক ৪৭ মামলায় গ্রেপ্তার দেখানো হলো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ