তিন দিনের রিমান্ডে সাবেক এমপি লতিফ

প্রথম পাতা » চট্টগ্রাম » তিন দিনের রিমান্ডে সাবেক এমপি লতিফ
শনিবার, ১৭ আগস্ট ২০২৪



তিন দিনের রিমান্ডে সাবেক এমপি লতিফ

চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নগরীর ডবলমুরিং থানায় গুলি করে জখম ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।

শনিবার (১৭ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দীন বলেন, ডবলমুরিং থানায় গুলি করে জখম ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে এম এ লতিফকে আদালতে হাজির করা হয়।

শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে বায়েজিদ বোস্তামী মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট নিউ মার্কেট থেকে বৈষম্যবিরোধী ছাত্র সমাবেশ থেকে যাওয়া পথে ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া ছোট মসজিদের সামনে এম এ লতিফের নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে বাদী ও তার সঙ্গীদের মারধর, গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আহত করা হয়।

এ ঘটনায় এরশাদ গত শুক্রবার (১৬ আগস্ট) ডবলমুরিং থানায় এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় এম এ লতিফ গুলি করার হুকুম দেন বলে অভিযোগ করা হয়।

লতিফ নৌকা প্রতীকে গত চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চিটাগং চেম্বার অব কমার্সের সভাপতি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৫:৫৩   ২২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


তরুণ ও নারীদেরকে অধিকমাত্রায় সমবায়ে সম্পৃক্ত করতে হবে : দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা
খাগড়াছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত
নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে : এ্যানি
গুইমারায় স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য আটক
নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই হবে: প্রেস সচিব
খাগড়াছড়ি বাজারে আগুন: ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ক্ষতি থেকে রক্ষা
সক্ষমতা অর্জন করে শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় কাজ করছে : ধর্ম উপদেষ্টা
চাঁদপুরে ইয়াবাসহ যুবক-যুবতী আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ