বুধবার, ২১ আগস্ট ২০২৪

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

প্রথম পাতা » খেলাধুলা » বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ
বুধবার, ২১ আগস্ট ২০২৪



বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

এক যুগ পর বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। বুধবার (২১ আগস্ট) বিসিবির নতুন সভাপতি করা হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে।

ফারুক আহমেদ বাংলাদেশের হয়ে ৭টি ওয়ানডে খেলেছেন। বাংলাদেশের এই সাবেক ক্রিকেটার বাংলাদেশের হয়ে ১৯৮৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত খেলেছেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপ আগে থেকেই ছিল ফারুকের। সেই সুবাদেই জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যুক্ত হলেন পরিচালক পদে। সেখান থেকেই চলে এলেন ক্রিকেট বোর্ডের সভাপতি পদে।

এর আগে দীর্ঘ এক যুগ বিসিবির সভাপতির পদে ছিলেন নাজমুল হাসান পাপন। ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩:১১:০৮   ১৫৭ বার পঠিত