বিচ্ছেদের পর অনুভূতি জানালেন জেনিফার লোপেজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিচ্ছেদের পর অনুভূতি জানালেন জেনিফার লোপেজ
শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪



বিচ্ছেদের পর অনুভূতি জানালেন জেনিফার লোপেজ

আদালতে মার্কিন অভিনেতা ও প্রযোজক বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় গায়িকা জেনিফার লোপেজের। বিবাহ বিচ্ছেদের পর এখন একাই আছেন জেনিফার। সম্প্রতি বিচ্ছেদের পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

আমেরিকান ম্যাগাজিন পেজ সিক্স এবং হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, ক্যারিয়ারে ২০০০ সালের দিকে প্রেমের সম্পর্কে জড়ান জেনিফার ও বেন। যা গড়ায় বিয়ের সিদ্ধান্তে। ২০০২ সালে করেন আংটি বদল। কিন্তু হঠাৎই বিয়ের পিঁড়িতে না বসে ব্রেকআপ করেন তারা।

এরপর অন্য জীবনসঙ্গীকে সাথে নিয়েই কাটিয়ে দিতে শুরু করেন সময়। বিচ্ছেদের ২০ বছর পার হলে আবারও তারা একে অন্যের প্রেমে পড়েন। ২০২২ সালে করেন আংটি বদল। সে বছরই জুলাই মাসে ধুমধাম করে বিয়ে করেন।

তারপর বিয়ের দুই বছর পেরোতেই জটিলতা শুরু হয় তাদের মাঝে। কোনো আইনজীবী ছাড়া নিজেই আদালতে অ্যাফ্লেকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন জেনিফার। ২০২৪ সালে জুলাই মাস থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন।

নিজের অনুভূতি জানিয়ে এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে জেনিফার বলেন,

বিচ্ছেদ মানসিকভাবে বিরাট এক ধাক্কা। এটা সত্যিই আমাকে আঘাত করেছে। একইসঙ্গে আমি বেনের বিষয়ে সত্যি খুব বিরক্ত এবং হতাশ।

জেনিফার আরও বলেন,

প্রথমে বিচ্ছেদের পথে হাঁটতে চাইনি। সব ঠিক করে নিতে চেয়েছিলাম। কিন্তু সব চেষ্টাই বৃথা হয়েছে। তারপরই বিচ্ছেদের পথে হাঁটি। যা আমার জীবনে এখন স্বস্তি নিয়ে এসেছে।

প্রসঙ্গত, এ বিবাহ বিচ্ছেদ জেনিফারের জীবনে চতুর্থ এবং বেনের জীবনে দ্বিতীয় অভিজ্ঞতা। বিচ্ছেদের পর দুজন মিলেই নিজেদের বেভারলি হিলসের বাড়ি বিক্রি করেন। তাই ভক্তরা মনে করছেন আর্থিক বিরোধেই আলাদা হয়েছেন জনপ্রিয় এ তারকা জুটি।

বাংলাদেশ সময়: ১৭:০৬:৪৯   ১৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আগামীতে দেশ কীভাবে চলবে তা নির্ভর করবে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর : আলী ইমাম মজুমদার
জুলাই সনদ বাস্তবায়ন বাংলাদেশকে বদলে দেবে: আদিলুর রহমান খান
খালেদা জিয়া দেশের জনগণের জন্য জীবন উৎসর্গ করেছেন: মান্নান
কোনো ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই: রিটার্নিং কর্মকর্তা
নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ
মানসম্মত ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ শিক্ষা উপদেষ্টার
নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে হাঁ ভোট দিন : ফয়েজ আহমদ তৈয়্যব
সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান
পুরুষ দলের পর শ্রীলঙ্কার নারী দলকেও হারাল বাংলাদেশ
বাস্তবতা বিবেচনায় দেশে ১০-১৫টি ব্যাংকই যথেষ্ট: গভর্নর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ