জাপার প্রস্তাব: এক ব্যক্তি দুই বারের বেশি প্রধানমন্ত্রী নয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাপার প্রস্তাব: এক ব্যক্তি দুই বারের বেশি প্রধানমন্ত্রী নয়
শনিবার, ৩১ আগস্ট ২০২৪



জাপার প্রস্তাব: এক ব্যক্তি দুই বারের বেশি প্রধানমন্ত্রী নয়

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির দুই মেয়াদের বেশি না থাকার প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, জাতীয় সংসদ এবং নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাবও দিয়েছে দলটি। এছাড়া, কোনো ব্যক্তি যেন‌ একইসঙ্গে প্রধানমন্ত্রী ও সংসদনেতা হতে না পারেন, সে প্রস্তাব দিয়েছে জাপা।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব দিয়েছেন জাপার নেতারা।

জাপার প্রতিনিধিদলে ছিলেন দলটির চেয়ারম্যান জিএম কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু।

জাপার মহাসচিব বলেন, ছাত্র আন্দোলনে যারা শহিদ ও আহত হয়েছেন, তাদের বীর সেনা উপাধি দিয়েছেন প্রধান উপদেষ্টা। জি এম কাদের প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব দিয়েছেন, প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুই বারের বেশি সময় যেন না থাকেন। এছাড়া, কোনো রাজনৈতিক দলের পক্ষে ব্যাপক হারে সংস্কার করা সম্ভব নয়। আপনি যেহেতু সুযোগটুকু পেয়েছেন, তাই ব্যাপক সংস্কার করতে পারবেন। এই সংস্কার করতে গিয়ে যতটুকু সময় প্রয়োজন, সেই সময় জাতীয় পার্টির পক্ষ থেকে দেওয়া হবে।

প্রধান উপদেষ্টার কাছে প্রতিটি দল সংস্কার প্রস্তাব তুলে ধরেছে, জানিয়ে মুজিবুল হক চুন্নু বলেন, প্রধানমন্ত্রীকেন্দ্রিক ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে ব্যবস্থা এবং যেখান থেকে স্বৈরতন্ত্রের উদ্ভব, এই জায়গায় যেন ভারসাম্য তৈরি করা হয়, সেই প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের প্রশাসন, বিচার বিভাগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার নির্বাচিত সরকার করতে চায় না। আমাদের চেয়ারম্যান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থন আছে। দেশের মানুষ আশা করে, আপনারা কাজগুলো করবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধতে ভারসাম্য আনতে হবে।

সংবিধান অনুযায়ী যতগুলো নির্বাচন হয়েছে, সেসব নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিয়েছে, জানিয়ে দলটির মহাসচিব বলেন, নির্বাচিত সরকার যে ভালো কাজগুলো করার কথা সেটা অনেক সময় করে না।

দেশের স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে, তারাই কম-বেশি ভুল করেছে বলে দাবি করেন মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আমাদের অনেক ভুল-ত্রুটি আছে। যেটুকু সময় প্রয়োজন, সেটুকু অন্তর্বর্তী সরকারকে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৯:৫৬   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


হালদা পাড়ে তামাক চাষ বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
প্রকৃত গণতন্ত্র নিশ্চিত হলেই বৈষম্য নিরসন হয় : গণশিক্ষা উপদেষ্টা
ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার
জামালপুরে ভর্তুকি দিয়ে ১৮ হাজার আগ্রাসী চারাগাছ নিধন
ধনবাড়ীতে শিক্ষকের অনৈতিকতার অভিযোগে মানববন্ধন ও বিচার দাবি
পটুয়াখালীতে ছয় হাজার প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনা বিতরণ শুরু
মহেশপুর বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমাতে তাল গাছ রোপণ
জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধান উপদেষ্টার
তরুণদের নিয়ে জলবায়ু অভিযোজনে কাজ করবে পরিবেশ মন্ত্রণালয় ও ইউনিসেফ
“জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক”- পার্বত্য উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ