লক্ষ্মীপুরে বন্যায় কৃষিখাতে ২২৭ কোটি টাকা ক্ষয়ক্ষতি

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » লক্ষ্মীপুরে বন্যায় কৃষিখাতে ২২৭ কোটি টাকা ক্ষয়ক্ষতি
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪



লক্ষ্মীপুরে বন্যায় কৃষিখাতে ২২৭ কোটি টাকা ক্ষয়ক্ষতি

সাম্প্রতিক বন্যায় জেলার কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আবাদকৃত ১৫ হাজার ৬২৬ হেক্টর জমির ফসল সম্পুর্ণ নষ্ট হয়েছে, এতে ১ লাখ ৫৭ হাজার ২০৯ জন কৃষক-কৃষাণীর ২২৭ কোটি ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আউশ ধান, আমনের বীজতলা, রোপা আমন ও সবজি ক্ষেত। এছাড়া পান, আখ, হলুদ, আদা ও নানা জাতের ফলজ গাছেরও ক্ষতি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জেলার ৫টি উপজেলায় চলতি মৌসুমে ৩ হাজার ৬০৭ হেক্টর জমিতে আমনের বীজতলা তৈরি করা ছিল। ভারী বর্ষণে জলাবদ্ধতা, মেঘনা নদীর জোয়ারের পানি ও বানের পানিতে তলিয়ে গেছে ২ হাজার ৫৩৬ দশমিক ৮০ হেক্টর জমির বীজতলা। এতে ৬৩ হাজার ৪২০ জন কৃষকের ২৯ কোটি ২৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রোপা আমনের আবাদ করা হয়েছে ১৪ হাজার ৩৯৪ হেক্টর জমিতে। পানিতে ডুবে নষ্ট হয়েছে ৭ হাজার ৬১০ দশমিক ৭০ হেক্টর। এতে ৩১ হাজার ৭০৬ জন কৃষকের ৮৫ কোটি ৬২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এছাড়া ৪ হাজার ৭০ দশমিক ৫০ হেক্টর জমিনের আউশ ধান নষ্ট হয়েছে। এতে ২৪ হাজার ৪২৩ জন কৃষকের ৩৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতি হয়েছে।
এদিকে শুধু রায়পুর উপজেলায় ১৬২ হেক্টর জমিতে বোনা আমনে, ৯ হাজার ৭২০ জন কৃষকের ১ কোটি ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অন্যদিকে ১০ হাজার ৩৯০ হেক্টর জমিতে শরৎকালীন শাক-সবজি সম্পূর্ণ পানিতে ডুবে নষ্ট হয়েছে। এতে ২০ হাজার ৭৮০ জন কৃষকের ৫১ কোটি ৯৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।
২২৭ দশমিক ২ হেক্টর জমিতে পানের আবাদ করা হয়েছে, নষ্ট হয়েছে ১১২ দশমিক ২ হেক্টর জমির। এতে ১ হাজার ৬৬৩ জন কৃষকের ক্ষতি হয়েছে ১৬ কোটি ৮৩ লাখ টাকার।
৬ হেক্টর জমিতে আদা চাষ করা হয়েছে, এর মধ্যে ৫ হেক্টর নষ্ট হয়েছে। এতে ২৪০ জন কৃষকের ক্ষতি হয়েছে ৭০ লাখ টাকার।
৩৯ হেক্টর জমিতে থাকা ৯৮ টন হলুদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২ হাজার ৪০ জন কৃষকের ১ কোটি ৪৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
৭৪৪ জন কৃষকের ৯ দশমিক ৩ হেক্টর জমির আখ নষ্ট হয়েছে। এতে ক্ষতি হয়েছে ২ কোটি ৯ লাখ টাকা।
এদিকে ২ হাজর ৭৩ জন কৃষকের ৪১ দশমিক ৪৬ হেক্টর জমিনের ফলের বাগান নষ্ট হয়েছে। এতে ২০৭ টন ফলের ক্ষতি হয়েছে। যারা বাজার মূল্য ২ কোটি ৭ লাখ ৩০ হাজার টাকা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ বাসসকে বলেন, বৃষ্টিপাতে জলাবদ্ধতা, নদীর জোয়ারের পানি এবং বন্যার কারণে জেলা জুড়ে ফসলি জমিতে পানি জমে গেছে। কৃষকের আমনের বীজতলা, রোপা আমন ক্ষেত, পান, সবজি ও ফলজগাছসহ মোট ১৫ হাজার ৬২৬ হেক্টর জমিনের ফসল সম্পুর্ণ নষ্ট হয়েছে। যার আর্থিক মূল্য প্রায় ২২৭ কোটি টাকা। আমরা ক্ষতির পরিমাণ নির্ণয় করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছি।
দ্রুত কৃষকের মধ্যে যাতে পুনর্বাসন প্রণোদনা সরবরাহ করা যায়, কর্তৃপক্ষ সে নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যে আমরা জেলার ৫টি উপজেলায় ৬ হাজার কৃষকের মধ্যে রোপা আমন ধানের বীজ, সার ও একাউন্টের মাধ্যমে ১ হাজার টাকা করে সহায়তা বাস্তবায়ন করছি।
এছাড়া আগাম রবি মৌসুমের জন্য প্রণোদনা প্যাকেজ হাতে পেয়েছি। ১৩ হাজার ২০০ কৃষকের মধ্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, মুগ, মশুর, খেশারী, চিনা বাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ বীজ বিতরণের জন্য কর্মসূচি আসবে।
আমন ধান চাষীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আমন ধানের চারা লাগাতে পারবে। কৃষকরা যেন নাভি জাতের বিআর-২২, বিআর-২৩ ধানের চারা রোপণ করে।
এছাড়া আমরা যে বীজ দিয়েছি, বিআর-৭৫, বিআর-১৭, এ দুটি বীজ দ্রুত কাদাযুক্ত মাটিতে বপন করে ১৫ দিনের মধ্যে চারা জমিতে রোপণ করতে পারবে। এ ধান নির্দিষ্ট সময়ে ভাল ফলন দেয়।
তিনি আরও বলেন, ৬৫ হাজার কৃষকের জন্য শীতকালীন সবজির প্রণোদনা চাহিদা পাঠিয়েছি। তারা যাতে বাড়ির আঙ্গিনায় শীতের সবজির চাষাবাদ করতে পারে, সে সহযোগিতা করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:০৯   ১৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
চীনা বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-চীন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে : বাণিজ্য উপদেষ্টা
পাটপণ্যের নান্দনিকতা ও ব্যবহার উপযোগিতাকে প্রাধান্য দেওয়ার আহবান বাণিজ্য উপদেষ্টার
সফল ট্রেড নেগোসিয়েশনের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো জরুরি - বাণিজ্য উপদেষ্টা
চলতি অর্থবছরে ৩৯ হাজার কোটি টাকা কৃষি ঋণ দেবে সরকার: কৃষি সচিব
পান দোকানসহ বিভিন্ন জায়গায় বিমান টিকিটের সংকট তৈরি করা হয়: উপদেষ্টা
বৈষম্যহীন ও ন্যায়নিষ্ঠ রাষ্ট্র গড়ার অদম্য পথযাত্রার সূচনা করেছে জুলাই অভ্যুত্থান : শেখ বশিরউদ্দীন
গম আমদানিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সই
স্টারলিংক দ্রুত চালু করায় সরকারের প্রশংসা করেছেন ড্রেয়ার
পুঁজিবাজারে সরকারের ভূমিকার সমালোচনা, সংস্কারের অঙ্গীকার আমির খসরুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ