বন্দরের উত্তর সাবদিতে অনিক (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে উত্তর সাবদি এলাকায় মোহাম্মদ আলীর ধঞ্চে ক্ষেতে পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত অনিক হলো বন্দরের সেলসারদি গোসাইবাড়ি এলাকার নাসির উদ্দিনের ছেলে।
এবিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, ছেলেটি ২ দিন নিঁখোজ ছিলো। পরে এলাকাবাসী থেকে খবর পাওয়ার পর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছিলাম। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের কাজ চলছে।
বাংলাদেশ সময়: ২৩:৫০:২৭ ৭২ বার পঠিত