মধ্যরাতে মল্লিকার ঘরে কড়া নাড়তেন বলিউডের প্রথম সারির অভিনেতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধ্যরাতে মল্লিকার ঘরে কড়া নাড়তেন বলিউডের প্রথম সারির অভিনেতা
শনিবার, ৫ অক্টোবর ২০২৪



মধ্যরাতে মল্লিকার ঘরে কড়া নাড়তেন বলিউডের প্রথম সারির অভিনেতা

বলিউডের আলোচিত অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। তিনি বসবাস গড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০০৯ সাল থেকে মল্লিকা আমেরিকায় থাকছেন। অভিনয়ে নিয়মিত না হলেও তার সম্প্রতি একটি সাক্ষাৎকার অন্তর্জালে ভেসে বেড়াচ্ছে।

একটা সময় ইমরান হাশমি ও মল্লিকা শেরাওয়াতের রসায়ন পর্দায় আলোড়ন তুলেছিল। তারপর আস্তে আস্তে নিজেকে সরিয়ে নেন এই অভিনেত্রী। কিছুটা বিরতি নিয়ে আবার ফিরে আসেন তিনি। কিন্তু আবার মার্কিন মুলুকে স্থায়ী হয়েছেন এই নায়িকা।

সম্প্রতি তার একটি সাক্ষাৎকারে বলিউডের অন্দরের বিস্ফোরক একটি অভিজ্ঞতা শেয়ার করেছেন মল্লিকা।

অভিযোগে মল্লিকা বলেন, এক সহ-অভিনেতা তাকে যৌন হেনস্তা করেছিলেন। অতীতের কথা স্মরণ করে তুলে ধরলেন সেই ভয়াবহ ঘটনা। দুবাইয়ে একটি ছবির শুটিংয়ের সময় এ ঘটনা ঘটেছিল বলে জানান অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে মল্লিকা বলেছেন, ‘একটা ঘটনা বলি। দুবাইয়ে একটি বড় মাপের ছবির শুটিং করছিলাম। একাধিক বড় তারকা ছিলেন ছবিতে। এই ছবি বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল। দর্শকের ছবিটি পছন্দ হয়েছিল। আমিও একটি মজার চরিত্রে অভিনয় করেছিলাম।’

এরপরই মল্লিকা বলেন, ‘দুবাইয়ের হোটেলে রোজ রাত বারোটায় আমার ঘরে এসে কড়া নাড়তেন ছবির নায়ক। কড়া নাড়ার এমন জোর ছিল, আমি ভাবতাম, দরজাটা বোধহয় ভেঙেই গেল। ওই নায়ক আমার শয়নকক্ষে আসতে চাইতেন। আমি জানতাম, এটা আমি কখনওই হতে দেব না। এর পরে ওই নায়ক আর আমার সঙ্গে কোনও কাজ করেননি।’

মল্লিকা সেই অভিনেতার নাম উল্লেখ করেননি। কিন্তু তার এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ছবির বর্ণনার ওপর নেটজেনরা অনুমান করছেন, ২০০৭-এর ছবি ‘ওয়েলকাম’ এর কথা বলেছেন অভিনেত্রী। সেখানে মুখ্য অভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। তাই নেটাগরিকের প্রশ্ন, অভিনেত্রী কি নাম উল্লেখ না করে অক্ষয়ের দিকেই আঙুল তুললেন?

এর আগে বহুবার বলিউডের কাস্টিং কাউচ কিংবা যৌন হেনস্থা নিয়ে সরব হয়েছেন মল্লিকা। আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এটা খুবই সোজা একটা হিসেব। ওরা এমন অভিনেত্রীকেই পছন্দ করে যাদেরকে ওরা কন্ট্রোল করতে পারবে, যারা নানা ধরনের সুযোগ দেবে। আমি তো ওরকম না। আমার ব্যক্তিত্বও ওরকম না। আমি নিজেকে কখনই কারও সন্তুষ্টির কারণ হতে পারব না।’

বাংলাদেশ সময়: ১৬:১৮:৫০   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, সনদ তুলে দিলেন সাংবাদিক ইব্রাহীম খলিলকে
বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য, শোভন কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে - শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ
দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল ও উপকরণ বিতরণ
স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত নিলে, দায় নেবে না বিএনপি: আমীর খসরু
‘নতুন কুঁড়ি’র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যান
ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ভাষণে জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা: সালাহউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ