বুসানে ‘সাবা’র তৃতীয় প্রদর্শনী কাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » বুসানে ‘সাবা’র তৃতীয় প্রদর্শনী কাল
মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪



বুসানে ‘সাবা’র তৃতীয় প্রদর্শনী কাল

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠানরত বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তৃতীয়বারের মতো প্রদর্শনী হতে চলেছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। তাই এ মুহূর্তে সে উৎসবে অংশ নিতে দেশটির বুসান শহরে অবস্থান করছেন অভিনেত্রী।

আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবের পর্দা ওঠেছে গত ২ অক্টোবর। এ বছর বুসানে ৬৩টি দেশের ২৭৯টি ছবি প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে মেহজাবীন অভিনীত ‘সাবা’র তৃতীয় প্রদর্শন হচ্ছে কাল (বুধবার)।

এ উৎসবে নির্মাতা মাকসুদ হোসাইন পরিচালিত ‘সাবা’র প্রথম প্রদর্শন হয় ৪ অক্টোবর। এরপর সিনেমাটি দ্বিতীয়বার দেখানো হয় ৭ অক্টোবর। আগামী ৯ অক্টোবর সিনেমাটি বুসান চলচ্চিত্র উৎসবে তৃতীয়বারের মতো দেখানো হবে। এরই মধ্যে সিনেমাটির সব টিকিট বিক্রি হয়ে গেছে।

কানাডার টরন্টোর পর বুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে ‘সাবা’। প্রথম সিনেমায় আন্তর্জাতিকভাবে এমন সাফল্য পাওয়ায় বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী মেহজাবীন। ভক্তদের সঙ্গে প্রতিটি মুহূর্ত ভাগ করে নিতে বুসান চলচ্চিত্র উৎসবের প্রতিটি মুহূর্ত ফেসবুকে শেয়ার করছেন তিনি।

ফেসবুকে নিয়মিত পোস্ট করছেন বুসানে অংশ নেয়ার বেশকিছু ছবিও। ওসব ছবিতে দেখা যাচ্ছে, পতাকার রং সবুজ রংয়ের শাড়ি পরে আন্তর্জাতিক উৎসবে ধরা দিয়েছেন মেহজাবীন চৌধুরী।

প্রসঙ্গত, ৯০ মিনিট দৈর্ঘ্যের ‘সাবা’য় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন এ অভিনেত্রী। সিনেমায় তার সঙ্গে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ারের মতো বেশ কজন তারকা।

বাংলাদেশ সময়: ১৪:১১:৫৯   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে : গোলাম পরওয়ার
নির্বাচনে ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে হবে : জামায়াত আমির
আমাকে দায়িত্ব দিলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব : হাসনাত আব্দুল্লাহ
জামায়াত-শিবিরের আক্রমণের শিকার হচ্ছে বিএনপির নারী কর্মীরা : রিজভী
স্কটল্যান্ডকে উড়িয়ে টানা ছয় জয় বাংলাদেশের নারীদের
শাহ সুলতান বলখী (রহ.) এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
একটি দল ভোটের জন্য শিরকি কথাবার্তা বলছে: আসাদুজ্জামান
ভিসা ছাড়াই চীন যেতে পারবেন ব্রিটিশ নাগরিকরা
কর্মসংস্থান সৃষ্টি ও মাদকমুক্ত করার অঙ্গীকার ইশরাকের
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ