বুসানে ‘সাবা’র তৃতীয় প্রদর্শনী কাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » বুসানে ‘সাবা’র তৃতীয় প্রদর্শনী কাল
মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪



বুসানে ‘সাবা’র তৃতীয় প্রদর্শনী কাল

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠানরত বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তৃতীয়বারের মতো প্রদর্শনী হতে চলেছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। তাই এ মুহূর্তে সে উৎসবে অংশ নিতে দেশটির বুসান শহরে অবস্থান করছেন অভিনেত্রী।

আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবের পর্দা ওঠেছে গত ২ অক্টোবর। এ বছর বুসানে ৬৩টি দেশের ২৭৯টি ছবি প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে মেহজাবীন অভিনীত ‘সাবা’র তৃতীয় প্রদর্শন হচ্ছে কাল (বুধবার)।

এ উৎসবে নির্মাতা মাকসুদ হোসাইন পরিচালিত ‘সাবা’র প্রথম প্রদর্শন হয় ৪ অক্টোবর। এরপর সিনেমাটি দ্বিতীয়বার দেখানো হয় ৭ অক্টোবর। আগামী ৯ অক্টোবর সিনেমাটি বুসান চলচ্চিত্র উৎসবে তৃতীয়বারের মতো দেখানো হবে। এরই মধ্যে সিনেমাটির সব টিকিট বিক্রি হয়ে গেছে।

কানাডার টরন্টোর পর বুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে ‘সাবা’। প্রথম সিনেমায় আন্তর্জাতিকভাবে এমন সাফল্য পাওয়ায় বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী মেহজাবীন। ভক্তদের সঙ্গে প্রতিটি মুহূর্ত ভাগ করে নিতে বুসান চলচ্চিত্র উৎসবের প্রতিটি মুহূর্ত ফেসবুকে শেয়ার করছেন তিনি।

ফেসবুকে নিয়মিত পোস্ট করছেন বুসানে অংশ নেয়ার বেশকিছু ছবিও। ওসব ছবিতে দেখা যাচ্ছে, পতাকার রং সবুজ রংয়ের শাড়ি পরে আন্তর্জাতিক উৎসবে ধরা দিয়েছেন মেহজাবীন চৌধুরী।

প্রসঙ্গত, ৯০ মিনিট দৈর্ঘ্যের ‘সাবা’য় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন এ অভিনেত্রী। সিনেমায় তার সঙ্গে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ারের মতো বেশ কজন তারকা।

বাংলাদেশ সময়: ১৪:১১:৫৯   ২০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আ.লীগের সঙ্গে কোনো আপস নয়: মনিরুল হক
আমার জীবন জনগণের সেবা ও দেশের কল্যাণে উৎসর্গ করেছি : ইশরাক
আমি কোনো সাংবাদিককে থ্রেট দিচ্ছি না, থ্রেট করতে চাই না : রাশেদ খান
পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে : সিইসি
রাজশাহীকে হারিয়ে ফাইনালে বিসিবির চট্টগ্রাম রয়্যালস
আমি আপনাদেরই সন্তান, আপনাদের পাশে থেকেই কাজ করতে চাই : তারেক রহমান
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে মানবিক, সৃজনশীল ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে - শিক্ষা উপদেষ্টা
জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে - তথ্য উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ