বুসানে ‘সাবা’র তৃতীয় প্রদর্শনী কাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » বুসানে ‘সাবা’র তৃতীয় প্রদর্শনী কাল
মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪



বুসানে ‘সাবা’র তৃতীয় প্রদর্শনী কাল

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠানরত বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তৃতীয়বারের মতো প্রদর্শনী হতে চলেছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। তাই এ মুহূর্তে সে উৎসবে অংশ নিতে দেশটির বুসান শহরে অবস্থান করছেন অভিনেত্রী।

আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবের পর্দা ওঠেছে গত ২ অক্টোবর। এ বছর বুসানে ৬৩টি দেশের ২৭৯টি ছবি প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে মেহজাবীন অভিনীত ‘সাবা’র তৃতীয় প্রদর্শন হচ্ছে কাল (বুধবার)।

এ উৎসবে নির্মাতা মাকসুদ হোসাইন পরিচালিত ‘সাবা’র প্রথম প্রদর্শন হয় ৪ অক্টোবর। এরপর সিনেমাটি দ্বিতীয়বার দেখানো হয় ৭ অক্টোবর। আগামী ৯ অক্টোবর সিনেমাটি বুসান চলচ্চিত্র উৎসবে তৃতীয়বারের মতো দেখানো হবে। এরই মধ্যে সিনেমাটির সব টিকিট বিক্রি হয়ে গেছে।

কানাডার টরন্টোর পর বুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে ‘সাবা’। প্রথম সিনেমায় আন্তর্জাতিকভাবে এমন সাফল্য পাওয়ায় বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী মেহজাবীন। ভক্তদের সঙ্গে প্রতিটি মুহূর্ত ভাগ করে নিতে বুসান চলচ্চিত্র উৎসবের প্রতিটি মুহূর্ত ফেসবুকে শেয়ার করছেন তিনি।

ফেসবুকে নিয়মিত পোস্ট করছেন বুসানে অংশ নেয়ার বেশকিছু ছবিও। ওসব ছবিতে দেখা যাচ্ছে, পতাকার রং সবুজ রংয়ের শাড়ি পরে আন্তর্জাতিক উৎসবে ধরা দিয়েছেন মেহজাবীন চৌধুরী।

প্রসঙ্গত, ৯০ মিনিট দৈর্ঘ্যের ‘সাবা’য় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন এ অভিনেত্রী। সিনেমায় তার সঙ্গে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ারের মতো বেশ কজন তারকা।

বাংলাদেশ সময়: ১৪:১১:৫৯   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ষাট গম্বুজ মসজিদে দোয়া মাহফিল
খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও ঐক্যের অনুপ্রেরণা : গয়েশ্বর
হাটহাজারীতে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ
একনেকে অনুমোদন পেল ১৮ প্রকল্প, ব্যয় ১৬ হাজার ৩২ কোটি ৭৭ লাখ টাকা
১০ জনের চেলসিকেও হারাতে পারল না আর্সেনাল
বরিশালে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
মোংলা বন্দরের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
গ্লোবাল সোর্সিং এক্সপো আয়োজন সময়োপযোগী ও ভবিষ্যতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ - বাণিজ্য উপদেষ্টা
বর্জ্যমুক্ত ও দূষণহীন শহর গড়তে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের আরো সক্রিয় হওয়ার আহ্বান - পরিবেশ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ