রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান দেশসমূহের ওপর প্রভাব বিস্তারের আহ্বান ত্রাণ উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান দেশসমূহের ওপর প্রভাব বিস্তারের আহ্বান ত্রাণ উপদেষ্টার
বুধবার, ৯ অক্টোবর ২০২৪



রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান দেশসমূহের ওপর প্রভাব বিস্তারের আহ্বান ত্রাণ উপদেষ্টার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক জোরপূর্বক বাস্তচ্যূত রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান দেশসমূহের ওপর প্রভাব বিস্তার করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি আজ বুধবার সচিবালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান।

এ সময় তারা বাংলাদেশের সাম্প্রতিক ও চলমান বন্যা, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বলপূর্বক বাস্তচ্যুত মিয়ানমার নাগরিকদের বিষয়ে আলোচনা করেন।

ফারুক-ই-আজম জানান, বন্যা দুর্গত এলাকার জন্য কম পানিতে চলাচলে সক্ষম স্পিড বোট সংগ্রহের চেষ্টা করছে। বন্যায় অনেক গ্রামীণ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামীণ জনপদে হেরিং বোন বন্ড রাস্তার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে আরও বেশি জাপানী সম্পৃক্ততার প্রয়োজন।

উপদেষ্টা বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন একটি জটিল সমস্যা। আর প্রত্যাবাসনই এ সমস্যার একমাত্র সমাধান। দেশের পরিস্থিতির কারণে আগস্ট মাসে রোহিঙ্গা জনগোষ্টির ওপর নজর শিথিল হলেও বর্তমানে পরিস্থিতি অনেক ভাল। সামনের দিনগুলিতে এ পরিস্থিতির আরও উন্নতি হবে।

বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের বলপূর্বক ব্যস্তুচ্যুত নাগরিকদের আশ্রয় প্রদানের জন্য জাপানী রাষ্ট্রদুত বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন।

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বিশ্ব সম্প্রদায়ের মানবিক অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আরও বেশি জীবিকায়ন, কর্মসংস্থানসহ স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সৌহাদ্যপূর্ণ পরিবেশে বসবাসের বিষয়ে আলোচনা করেন।

কিমিনরি বাংলাদেশের সাম্প্রতিক ভয়াবহ বন্যার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কিভাবে এখানে আরও বেশি সাহায্য নিশ্চিত করা যায়, সে বিষয়ে জানতে চান এবং বন্যার পুনর্বাসন পরিকল্পনা সম্পর্কেও খোঁজ খবর নেন তিনি।

এছাড়াও তিনি বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকারের পরিকল্পনার বিষয়ে অবহিত হন।

তিনি দুর্যোগে আশ্রয় গ্রহণ কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা, দুর্যোগ পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা, বিভিন্ন অগ্রাধিকার বিষয়াবলী নিয়েও আলোচনা করেন।
এসময় মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১৮:৪১   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরে দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা
ফতুল্লায় দূষণকারী প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিদ্ধিরগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
ইজিবাইক চালক ও শিক্ষার্থী ঘটনায় তদন্তের পর ব্যবস্থা: ডিসি
ইজিবাইক চালক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি হামলার অভিযোগ, আহত ১২
ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার
চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়া গ্রেপ্তার
ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি’র বৈঠক
সংস্কৃতি উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ